জন্মদিনের শতবর্ষ উদ্যাপন করছেন একসঙ্গে। এ-ও কি জীবনের কাছ থেকে কিছু কম পাওয়া? এখনও মনে হয়, এই তো সে দিন প্রেমে পড়লেন! ১০০-র গণ্ডি পার করে ফেললেও এখনও ভরপুর প্রেমে রয়েছেন দম্পতি। পাশাপাশি বিশ্বনজিরও গড়ে ফেলেছেন তাঁরা।
বহু বছর ধরে ব্রাজিলে থাকেন মানোয়েল অ্যাঞ্জেলিম দিনো। কিশোর বয়সেই প্রথম প্রেম। মারিয়া দে সুসা দিনোকে প্রথম দেখাতেই ভালবেসে ফেলেছিলেন মানোয়েল। চার বছরের বড় মানোয়েলের প্রেমে ডুব দিয়েছিলেন মারিয়াও। সারা জীবন একসঙ্গে কাটাবেন বলে স্বপ্ন দেখতে শুরু করেন তাঁরা। চার বছর চুটিয়ে প্রেমও করেছেন। তবে বাড়িতে জানাজানি হতেই তাঁদের মাঝে যেন দেওয়াল তৈরি হয়ে যায়।
আরও পড়ুন:
ভালবাসাবাসি থাকলে কোনও যুদ্ধই কঠিন নয়। মানোয়েলকে বিয়ে করা যাবে না, মারিয়ার পরিবারের তরফে এ কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল। জেদও ধরে নিয়েছিলেন মানোয়েল এবং মারিয়া। রোজগারের জন্য প্রাণপণ খাটতে শুরু করেন মানোয়েল। মানোয়েলের ভালবাসা এবং নিষ্ঠার কাছে হার মানতে বাধ্য হয় মারিয়ার পরিবার। ১৯৪০ সালে সাত পাকে বাঁধা পড়েন মানোয়েল এবং মারিয়া। স্বামী এবং সন্তানদের নিয়ে ভরপুর সংসার মারিয়ার। ১০১ বছর বয়স হল তাঁর। মানোয়েলও ১০৫ বছরে পা দিয়েছেন। বর্তমানে ১৩ জন সন্তানের মধ্যে ন’জন বেঁচে রয়েছেন। নাতিপুতিদের সংখ্যা সব মিলিয়ে ১২৯। ৮৪ বছর ৭৭ দিন হাতে হাত রেখে পথ চলেছেন মানোয়েল এবং মারিয়া। নিত্য দিন আরও আরও প্রেমে পড়ছেন একে অপরের। আরও ১০০ বছর একসঙ্গে প্রেমে-বন্ধুত্বে কাটিয়ে দিতে পারেন তাঁরা।
কোন দম্পতির সংসারের বয়স বেশি তা খোঁজ করতে বেরিয়েই মানোয়েল এবং মারিয়ার সন্ধান পাওয়া যায়। বয়সের ভারে সারা দিন বিশ্রামেই থাকতে হয় মানোয়েলকে। তবে সন্ধ্যায় নিয়ম করে স্ত্রীর সঙ্গে একান্তে সময় কাটান তিনি। গল্প করেন, কখনও একসঙ্গে রেডিয়ো শোনেন, টিভি দেখেন। এটুকু সময়ই যেন তাঁদের জীবনের রসদ। ৮৪ বছর ৭৭ দিনের সংসার। এই দিনসংখ্যার কারণেই মানোয়েল এবং মারিয়ার নাম ফুটে ওঠে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’-এ।
‘লংজেভিকোয়েস্ট’ সংস্থার তরফে মারিয়ার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, ‘‘সুখী দাম্পত্যের রহস্য কী?’’ মারিয়া তখন মানোয়েলের দিকে তাকিয়ে। তাঁর হাত মুঠোবন্দি করে রয়েছেন মানোয়েল। বয়সের অঙ্ক দাগ কেটেছে দু’জনের চোখেমুখে, চেহারায়। সামান্য হেসে মারিয়া উত্তর দেন, ‘‘ভালবাসা’’। কোথাও যেন সত্যি হয়ে উঠল রবীন্দ্রনাথ ঠাকুর, ‘তোমারেই যেন ভালোবাসিয়াছি/শত রূপে শত বার’।