মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির বাজারে যেখানে সংসার চালাতে গিয়েই নাভিশ্বাস উঠছে, সেখানে অর্থসঞ্চয় করাটা বেশ কষ্টের। খুব কম মানুষই আছেন যাঁদের হাতে লক্ষ্মী বাঁধা থাকে এবং অর্থ সাশ্রয় করতে সক্ষম হন। সম্প্রতি সমাজমাধ্যমে রেডিটে এমন একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে অর্থ সঞ্চয়ের টোটকা দিয়েছেন এক তরুণ। মাসে ৪৫ হাজার টাকা রোজগার করে কী ভাবে কয়েক মাসে ২ লক্ষ টাকা জমাতে পেরেছেন, সেই গোপন সূত্র ফাঁস করেছেন তিনি।
এক জন রেডিট ব্যবহারকারী ‘আমি ২ লক্ষ টাকা সাশ্রয়ের মাইলফলকে পৌঁছেছি’ শিরোনামে একটি দীর্ঘ পোস্ট লিখেছেন। সেখানে তিনি তাঁর সঞ্চয়ের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ২৬ বছরের ওই তরুণ লিখেছেন, তিনি ২০২৩ সাল থেকে চাকরি করা শুরু করেছেন। তিনি বাড়ি থেকেই কাজ করেন। অফিসে যাওয়ার প্রয়োজন হয় না তাঁর। প্রতি মাসে ৪৫ হাজার টাকা বেতন পান ওই তরুণ। সেই বেতন থেকে সংসার খরচ ও বাড়ির নানা ধরনের বিল পরিশোধের জন্য বাবা-মায়ের হাতে ২৫ হাজার টাকা তুলে দেন। এর পরেও তাঁর হাতে থাকে ২০ হাজার টাকা। সেই টাকা থেকে তিনি প্রতি মাসে ১০ হাজার সাশ্রয় করেছেন বলে জানান তরুণ। তাঁর পছন্দের জিনিসগুলির জন্য বাকি ১০ হাজার টাকা খরচ করেন তিনি।
আরও পড়ুন:
ওই রেডিট ব্যবহারকারী লিখেছেন, যদি তিনি তাঁর চাকরি পরিবর্তন করতে চান, তা হলে তিনি ৮ থেকে ১৩ লক্ষ টাকার বার্ষিক বেতন পেতে পারেন। কিন্তু তার জন্য হয়তো তাঁকে বাড়ি ছেড়ে দূরে থাকতে হবে। সে কারণে তিনি এই কম আয়েই সন্তুষ্ট। তিনি পোস্টের শেষের দিকে লিখেছেন, ‘‘মাঝে মাঝে আমার অতিরিক্ত টাকার প্রয়োজন হয়। কিন্তু আমি নিজেকে বলি যে, এটি একটি চিরন্তন চক্র, লোভ কখনও শেষ হবে না।’’ মন্তব্য বিভাগে তরুণের চিন্তাভাবনার প্রশংসা করছেন অনেক নেটমাধ্যম ব্যবহারকারী। পোস্টে এক জন মন্তব্য করেছেন, ‘‘এই ধরনের সাদামাঠা চিন্তাভাবনা আমাদের আনন্দে ভরিয়ে দেয়।’’ আর এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘‘অভিনন্দন বন্ধু! আমি এই ধরনের পোস্ট পছন্দ করি। বাকি সবাই ১ কোটি বা ৫০ লক্ষ টাকা সাশ্রয়ের কথা পোস্ট করে যা হতাশাজনক।’’