রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন এক তরুণী। হঠাৎ করেই পিছন থেকে ঘিরে ধরল একপাল কুকুর। আচমকা তরুণীর উপর ঝাঁপিয়ে পড়ল তারা। চিৎকার করে তরুণীর গায়ে উঠে পড়ল আটটি কুকুর। আচমকা এতগুলি কুকুর ঘিরে ধরায় আতঙ্কিত হয়ে পড়েন তিনি। ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ারে। সেই ঘটনারই একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণী তাঁর বাড়ির বাইরে হাঁটতে হাঁটতেই পথ কুকুরদের আক্রমণের শিকার হন। ফুটেজে দেখা গিয়েছে তরুণী ধীরে ধীরে হেঁটে আসছেন রাস্তা দিয়ে। পিছন পিছন দৌড়ে আসছে আটটি কুকুর। কুকুর দেখে রাস্তার একপাশে দাঁড়িয়ে পড়লেও কুকুরগুলি হামলা করে বসে তাঁকে। পরিত্রাহি চিৎকার করতে থাকেন তরুণী। কুকুরগুলি তাঁর গায়ের উপর লাফিয়ে ওঠায় রাস্তায় পড়ে যান তিনি। তাঁর হাত, কাঁধ ও শরীরের বেশ কিছু জায়গায় কামড় বসিয়ে দেয় কুকুরগুলি। তরুণীর চিৎকার শুনে স্কুটার থামিয়ে দাঁড়িয়ে পড়েন এক মহিলা। আশপাশ থেকেও কয়েক জন বেরিয়ে কুকুরের কবল থেকে তরুণীকে উদ্ধার করেন। আহত তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। হঠাৎ করে কেনই বা কুকুরগুলি তেড়ে এল তরুণীর দিকে, সেই কারণ খুঁজছেন অনেকে। ‘ইনকগনিটো’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে এই ভিডিয়োটি।