২২ দিন ধরে নিখোঁজ ছিলেন স্ত্রী। বহু জায়গায় খোঁজ চালানোর পর সন্ধান মেলেনি তাঁর। স্ত্রীকে হারিয়ে দিশাহারা হয়ে গিয়েছিলেন স্বামীও। ২২ দিন ধরে নিখোঁজ থাকার পর উন্নাও জেলা হাসপাতালের শয্যায় স্ত্রীকে খুঁজে পেলেন উন্নাওয়ের এক বাসিন্দা। ঘটনাচক্রে তিনিও চোখের অস্ত্রোপচার করানোর পর সেই হাসপাতালেই ভর্তি ছিলেন। অস্ত্রোপচারের পর চোখে ব্যান্ডেজ থাকা সত্ত্বেও স্ত্রীর গলা শুনেই তাঁকে চিনতে পারেন প্রৌঢ়।
জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যার ব্যাখ্যা পাওয়া কঠিন। তিন সপ্তাহ ধরে যাঁকে খুঁজে বেড়াচ্ছেন, তাঁকে এত সহজে খুঁজে পেয়ে যাবেন, তা স্বপ্নেও ভাবেননি প্রৌঢ়। স্ত্রী হারিয়ে যাওয়ার পর ওই প্রৌঢ়ের ছানির সমস্যা বেড়ে যায়। তাই অনুসন্ধান পর্ব স্থগিত হয়ে পড়ে। তিনি জেলা হাসপাতালে ভর্তি হন ও তাঁর ছানির অস্ত্রোপচার হয় সেখানে। হাসপাতালে থাকাকালীন একটি পরিচিত কণ্ঠস্বর শুনে চমকে ওঠেন প্রৌঢ়। দেখতে না পেলেও গলার স্বর শুনে তিনি বুঝতে পারেন তাঁর নিখোঁজ স্ত্রী একই হাসপাতালে রয়েছেন। অন্য একটি ওয়ার্ডে ভর্তি ছিলেন স্ত্রী।
চোখ বাঁধা থাকা সত্ত্বেও, তিনি স্ত্রীর কণ্ঠস্বর চিনতে পারেন। এত দিন পর স্ত্রীকে ফিরে পেয়ে আবেগে আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রৌঢ়ের স্ত্রী কোথায় এবং কী ভাবে হারিয়ে গিয়েছিলেন সে সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি।