ভারতের পতাকা হাতে নিয়ে পাকিস্তানের মাঠে খেলা দেখতে হাজির হয়েছিলেন এক তরুণ। লাহোরের স্টেডিয়াম থেকে তাঁকে বার করে দিলেন নিরাপত্তারক্ষীরা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ চলাকালীন এই ঘটনাটি ঘটেছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ওই ম্যাচ চলাকালীন ভারতীয় পতাকা ওড়ানোর ‘অভিযোগে’ এক ব্যক্তিকে নিরাপত্তারক্ষীরা পাকড়াও করেন এবং মারধর করেন বলে অভিযোগ। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। আনন্দবাজার অনলাইনের হাতেও এসেছে সেই ভিডিয়ো।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, তেরঙা পতাকা নিয়ে মাঠে হাজির হয়েছিলেন এক তরুণ। সে দিন সম্ভবত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের একটি ম্যাচ চলছিল সেখানে। ভারতীয় পতাকা হাতে নিয়ে বসে থাকা তরুণকে দেখতে পেয়ে দু’জন নিরাপত্তারক্ষী তাঁর হাত থেকে পতাকা ছিনিয়ে নেন। ওই তরুণকে দর্শকাসন থেকে কলার ধরে টেনে নামিয়ে দিতেও দেখা গিয়েছে নিরাপত্তারক্ষীদের। ওই ব্যক্তিকে ঘিরেও রাখেন নিরাপত্তারক্ষীরা।
চোখে চশমা, মাথায় কালো টুপি, জ্যাকেট পরা সেই তরুণ ভারতীয় নাগরিক কি না তার প্রমাণ পাওয়া যায়নি। এই বিষয়ে পাকিস্তানি কর্মকর্তাদের কেউ কোনও বিবৃতি দেননি। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু হয়। সেই সঙ্গে প্রশ্ন ওঠে, তা হলে কি পাকিস্তানে ভারতীয় দলের সমর্থকেরাও নিরাপদ নন?