এক হাতে ধরা আইফোন। অন্য হাত আবর্জনা ঘাঁটতে ব্যস্ত। এক মহিলা সাফাইকর্মীর আইফোন ব্যবহারের দৃশ্য সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে। ইনস্টাগ্রামের পাতায় ‘সির্ফ দিল্লি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে এক মহিলা একটি আবর্জনা ভর্তি ট্রাকের উপরে দাঁড়িয়ে রয়েছেন। তাঁর পরনে একটি সাধারণ শাড়ি। তার উপরে একটি শার্ট পরা। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
ভিডিয়োয় দেখা গিয়েছে সেই ট্রাকের উপর দাঁড়িয়ে বাঁ হাতে একটি আইফোন কানে চেপে কথা বলছেন ওই মহিলা। একই সঙ্গে ডান হাত দিয়ে বেছে চলেছেন আবর্জনা, কাগজ, প্লাস্টিকের বাতিল জিনিস। এক জন সাফাইকর্মীর হাতে এহেন দামি ফোন দেখে চমকে গিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। এক জন কাগজকুড়ানিকে আইফোনের মতো একটি দামি ফোন ব্যবহার করতে দেখে পথচারীদের মধ্যেও কৌতূহল এবং মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সমাজমাধ্যমেও চর্চা শুরু হয়েছে। সামাজিক প্রত্যাশা এবং প্রযুক্তির ক্রমবর্ধমান সহজলভ্যতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।