লখনউকে হারানোর পর ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে মহেন্দ্র সিংহ ধোনি অবাক হয়ে জানিয়েছিলেন, সেই পুরস্কার নুর আহমেদের প্রাপ্য। রবিবার পঞ্জাবের বিরুদ্ধে বেঙ্গালুরুকে জেতানোর পর বিরাট কোহলির গলাতেও একই সুর। তিনিও ম্যাচ সেরার পুরস্কার দিতে চাইলেন সতীর্থকে। তবে ম্যাচের শেষে চর্চা শুরু হয়েছে বিরাটের উচ্ছ্বাস প্রকাশের ধরন নিয়ে।
ঘরের মাঠে পঞ্জাবের কাছে হারলেও ৪৮ ঘণ্টারও কম সময়ে সেই পঞ্জাবের মাঠেই জিতেছে বেঙ্গালুরু। ৫৪ বলে ৭৩ করে অপরাজিত ছিলেন কোহলি। তবে ম্যাচের সেরার পুরস্কার দিতে চাইলেন দেবদত্ত পাড়িক্কলকে (৬১)।
কোহলি বলেছেন, “আমার মনে হয় দেবই আজকের ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। এই পুরস্কার ওরই পাওয়ার কথা। জানি না আমি কেন পেলাম। আমি দরকারে রানের গতি বাড়াতে পারি। তবে বাকি ক্রিকেটারদের শক্তিটাও আমাকে জানতে হবে। একটা দিক আমি ধরে রাখলেই ম্যাচ আমাদের দিকে ঘুরে যাচ্ছে।”
কোহলির সংযোজন, “আজ দেবের সঙ্গে শুরুটা ভালই হয়েছিল। কখনও দেব, কখনও রজত আমার সঙ্গে খেলে। একই ভঙ্গিতে খেলে যাওয়ার ব্যাপারটা সব সময় মাথায় থাকে। আমরা জানি টি-টোয়েন্টি ক্রিকেটে রান তাড়া করার সময় একটা জুটিই যথেষ্ট। দরকার হলে আমি চালিয়ে খেলতে পারি।”
আরও পড়ুন:
কোহলির মতে, আইপিএলের মহা নিলামটা দারুণ গিয়েছে তাদের। দলে অনেকটাই ভারসাম্য এসেছে। তিনি বলেছেন, “যে দল চেয়েছিলাম সেটাই পেয়েছি। দলের মালিকেরা জানতেন ঠিক কাদের আমরা চাই। আগের মরসুমে এগুলোই হচ্ছিল না। এ বার সব ঠিকঠাক চলেছে। আমাদের খেলা দেখেই সেটা বোঝা যাচ্ছে।”
এ দিকে, নেহাল ওয়াধেরাকে ছয় মেরে বেঙ্গালুরুকে জেতান জিতেশ শর্মা। শটটি মাঠের বাইরে যাচ্ছে দেখেই পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আয়ারকে উদ্দেশ্য করে হাত ঝাঁকাতে থাকেন। কোহলির উচ্ছ্বাস দেখে হেসে ফেলেন শ্রেয়স। কাছে গিয়ে কোহলির সঙ্গে হাত মেলান। কোহলিও তাঁকে জড়িয়ে ধরেন। তবে কেন ও ভাবে কোহলি উচ্ছ্বাস করলেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ