চলন্ত ট্রেনের দরজা ধরে ঝুলছিলেন যাত্রী, দেখেই দৌড়ে গিয়ে বাঁচালেন আরপিএফের কনস্টেবল। ছবি: টুইটার।
স্টেশন থেকে তখন সবে ট্রেন ছেড়েছে। প্ল্যাটফর্মে খুব একটা ভিড় নেই। এমন সময় ট্রেনের দরজা ধরে এক মহিলা যাত্রীকে ঝুলতে দেখা গেল। দেখা মাত্রই ছুটে গেলেন আরপিএফের (রেলরক্ষী বাহিনী) এক মহিলা কনস্টেবল। তার পর?
ছুটে গিয়ে চলন্ত ট্রেন থেকে মহিলাকে টেনে নামালেন ওই কনস্টেবল। এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
Hats off to Kumari Sanita whose readiness worked like a shield and protected a lady passenger from imminent danger at Begumpet railway station.#JeevanRaksha #WeServeAndProtect pic.twitter.com/1LwqFZdl1s
— RPF INDIA (@RPF_INDIA) May 31, 2023
ভিডিয়োতে দেখা গিয়েছে, প্ল্যাটফর্মে খানিকক্ষণ দাঁড়ানোর পর সবে ছেড়েছে একটি লোকাল ট্রেন। প্ল্যাটফর্মে কর্তব্যরত রয়েছেন ওই মহিলা কনস্টেবল। এদিক-ওদিক তাকাতে গিয়েই দেখলেন, ট্রেনের দরজা ধরে ঝুলছেন এক মহিলা যাত্রী। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তাঁকে চলন্ত ট্রেন থেকে নামালেন ওই কনস্টেবল। এই ভাবে মহিলাকে উদ্ধার করায় কনস্টেবলের প্রশংসা করেছেন অনেকে।
আরপিএফের তরফে জানানো হয়েছে, ওই মহিলা কনস্টেবলের নাম কুমারী সনিতা। গত মঙ্গলবার হায়দরাবাদের বেগমপেট স্টেশনের ঘটনা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy