ভাইরাল হওয়া সেই ছবি। ছবি : টুইটার থেকে।
পরিবেশ রক্ষা যদি লক্ষ্য হয় তবে প্রথমেই মনে আসে পরিশ্রুত জল বাঁচানোর কথা। জাপানে তৈরি এক বিশেষ ধরনের টয়লেট সেই লক্ষ্যপূরণে অনেকটা সাহায্য করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি টয়লেটটির একটি ছবি ভাইরাল হয়েছে। যা দেখে এক বাক্য়ে সবাই মেনে নিয়েছেন, এমন অভিনব ভাবনা ভেবে বের করা বোধ হয় জাপানের পক্ষেই শুধু সম্ভব!
জাপানের ওই টয়লেটটিকে ‘টু ইন ওয়ান’ বলা যায়। কারণ একদিকে যেখানে সেটিকে কমোড হিসাবে ব্যবহার করা যাবে, তেমনই হাত ধোয়ার বেসিন হিসাবেও ব্যবহার করা যাবে। টয়লেটটির অভিনবত্ব হল হাত ধোয়ার পর ব্যবহৃত জলটি গিয়ে জমা হবে কমোডের উপরের ফ্লাশ করার জন্য জমানো জলের পাত্রে। সেই জলই ফ্লাশ করার সময় পুনর্ব্যবহার করা যাবে। এতে টয়লেট ব্যবহার করার পর ফ্লাশের জন্য পরিশ্রুত জল নষ্ট করা কমানো যাবে অনেকটাই।
টুইটারে ওই কমোড তথা বেসিনের ছবি শেয়ার করা হয়েথে ফ্যাসিনেটিং নামে একটি অ্যাকাউন্ট থেকে। বিবরণে বলা হয়েছে এই ধরনের টয়লেট ব্যবহার করে জাপান প্রতি বছর লক্ষ লক্ষ লিটার জল বাঁচায়। খুব সহজ এই প্রযুক্তি সবার নজর কেড়েছে। ইতিমধ্যেই পোস্টটি দেড়লক্ষের কাছাকাছি লাইক পেয়েছে। পোস্টটি শেয়ার করা হয়েছে কম করে তেরশো বার।
On many Japanese toilets, the hand wash sink is attached so that you can wash your hands and reuse the water for the next flush. Japan saves millions of liters of water every year doing this. pic.twitter.com/HmDGu73iqa
— Fascinating (@fasc1nate) October 11, 2022
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy