বিয়ের অনুষ্ঠান, ঘোড়ায় চেপে বিয়ে করতে চলেছেন বর। সঙ্গে রয়েছেন বরযাত্রীরাও। আনন্দের সেই মুহূর্তে চলছিল গান-বাজনা। তাতে আপত্তি জানান স্থানীয় বাসিন্দারা। বিয়ের শোভাযাত্রায় জোরে গান বাজানোর ‘অপরাধে’ তাঁদের আক্রমণ করা হয়। বর, ২২ বছর বয়সি রোহিত কুমারকে ঘোড়া থেকে টেনে নামিয়ে গালিগালাজ করা ও লাঠিপেটা করা হয়। তাঁর সোনার হার কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগরায়। হামলা ঘটনার ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তেরা লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে বরযাত্রীদের আক্রমণ করে। বরকে ঘোড়া থেকে নামিয়ে চলে মারধর। লাঠি দিয়ে পেটানো হয় বর ও বরযাত্রীদের। নিমেষে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বরের পরিবার এবং অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁদের মধ্যে মহিলা এবং শিশুরাও ছিলেন। আচমকা হামলায় কয়েক জন অতিথি আহত হন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। হামলার পর বরযাত্রীরা ভয়ে গান-বাজনা তো বটেই, আলোও নিভিয়ে বিয়ের মণ্ডপে ছুটে আশ্রয় নেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সহকারী পুলিশ কমিশনার পীযূষকান্ত গুপ্ত জানিয়েছেন, জোরে গান বাজানোকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়েছিল। এখনও পর্যন্ত দু’জনকে আটক করা হয়েছে। কনের মায়ের অভিযোগের পর ঘটনায় জড়িত ন’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ‘হেট ডিক্টেটর’ নামের এক্স হ্য়ান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা নজর কেড়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের।