Advertisement
২০ জানুয়ারি ২০২৫
viral video

প্যারাগ্লাইডিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু দু’জনের! প্রকাশ্যে মর্মান্তিক ভিডিয়ো

মাটি থেকে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই বেসামাল হয়ে যায় প্যারাশুট। পাইলট সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি।

19 years old woman from Gujrat lost her life after a paragliding accident in Himachal Pradesh

ছবি: এক্স থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১১:৫২
Share: Save:

ছুটি কাটাতে তাঁর পরিবারের সাথে অহমদাবাদ থেকে হিমাচল প্রদেশে গিয়েছিলেন ভবসর খুশি নামের ১৯ বছরের তরুণী। ধর্মশালার কাছে ইন্দ্রুনাগে তিনি প্যারাগ্লাইডিং করতে গিয়েছিলেন। আকাশে ওড়ার শখ পূরণ করতে গিয়ে মৃত্যুর মুখে পড়লেন খুশি। মাটি থেকে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই বেসামাল হয়ে যায় প্যারাশুট। পাইলট সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। প্যারাশুট ঘুরপাক খেতে খেতে নীচে নেমে আসে। দু’জনেই আছড়ে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভবসরের। সেই মর্মান্তিক ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজামাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

সমাজমাধ্যম এক্স থেকে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাহাড়ের ঢাল বেয়ে ওড়ার মূহুর্তেই প্যারাশুটটি ঠিক মতো খোলেনি। ঢাল বেয়ে গড়িয়ে গড়িয়ে খাদে পড়ে যান তরুণী ও পাইলট দু’জনেই। খুশিকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। পাইলট আহত হন এবং তাকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই কুলুতে আরও একটি প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় মৃত্যু হয় তামিলনাড়ুর বাসিন্দা জয়েশ রামের। পাইলট অশ্বিনী কুমার সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। মাঝ আকাশে দুই প্যারাগ্লাইডারের মধ্যে সংঘর্ষ হওয়ায় এই দু্র্ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে খবর। পর পর দু'টি মৃত্যু ঘটে যাওয়ার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ, প্যারাগ্লাইডাদের মধ্যে অনেকেই ঠিক মতো প্রশিক্ষণ ছাড়াই এই ‘অ্যাডভেঞ্চার স্পোর্টস’ চালাচ্ছেন।

অন্য বিষয়গুলি:

Paragliding himachal pradesh Kulu Kangra Rajasthan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy