জয়নগরে কাঠের সেতু ভেঙে গিয়েছে প্রায় তিন মাস আগে৷ স্থানীয়দের দাবি, বারবার প্রশাসনের কাছে আর্জি জানিয়েও সুরাহা মেলেনি৷ বাধ্য হয়ে ভাঙা সেতুতে বাঁশ বেঁধে কোনও রকমে যাতায়াত করছেন এলাকার বাসিন্দারা৷ মাঝে মধ্যেই দুর্ঘটনায় আহত হচ্ছেন কেউ না কেউ৷ এলাকাবাসীর দাবি, অবিলম্বে কংক্রিটের সেতু তৈরি করা হোক৷
জয়নগর ১ নম্বর ব্লকের শ্রীপুর ও হরিনারায়ণপুরে গ্রামের বাসিন্দাদের যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল এই কাঠের সেতু। তা ভেঙে যাওয়ায় বিপাকে স্থানীয়রা। এখন বাধ্য হয়েই বাঁশ বাঁধা সেতু দিয়ে পারাপার করছেন পড়ুয়া-সহ স্থানীয়রা৷ অনেকেই পা পিছলে পড়ে গিয়েছেন খালের জলে৷ কেউ কেউ আবার হাত বা পা-ও ভেঙেছেন৷ জয়নগর ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস জানান, কংক্রিটের সেতু নির্মাণের জন্য প্রস্তাব ইতিমধ্যেই পেশ করা হয়েছে৷ সেই প্রস্তাব অনুমোদিত হলেই কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি৷
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy