কর্মীদের বন্ধ করে দেওয়া আইডি ফের চালু করতে হবে। নিয়মিত কাজ দিতে হবে, নতুন করে কাউকে কাজে নেওয়া যাবে না। যে পরিষেবা তাঁদের আদৌ দেওয়ার কথা নয়, গ্রাহকদের তরফ থেকে সে রকম দাবি আসলে তার যথাযথ সুরাহা মেলে না কোম্পানি থেকে। কাজের মধ্যে অসুস্থ হয়ে পড়লেও কোম্পানি দায়িত্ব নেয় না বলে অভিযোগ। এ রকম একাধিক দাবিতে সল্টলেকের সেক্টর ৫-এ একটি অ্যাপ-নির্ভর পরিষেবা প্রদানকারী সংস্থার কর্মীরা বিক্ষোভ দেখালেন সোমবার দুপুরে। কোম্পানির দফতরে বিক্ষোভ সামলাতে আসে পুলিশও। শেষ পর্যন্ত সংস্থার কর্তাদের সঙ্গে নিজেদের দাবিদাওয়া নিয়ে বৈঠকে বসেন বিক্ষুব্ধ কর্মীরা। বিক্ষোভকারীদের বক্তব্য, খাতায়কলমে তাঁদের কোম্পানি ‘পার্টনার’ বা ‘অংশীদার’ বললেও আদৌ সেই মর্যাদা পান না তাঁরা। আনন্দবাজার অনলাইন কর্মী-বিক্ষোভ সম্পর্কে সংস্থার প্রতিক্রিয়া জানতে চাইলেও তারা এ ব্যাপারে নিজেদের বক্তব্য জানাতে চাননি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy