তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরে দেখেছিলেন খড়্গপুরের মাতকাতপুরের গ্রাম। তিনি পশ্চিম মেদিনীপুরের সেই ছোট্ট গ্রামের দাবিদাওয়া শুনে ফেরার ১৩ দিনের মধ্যেই জমির পাট্টা পেলেন এলাকার ২০৯ জন। অভিষেককে পাশে পেয়ে স্বপ্ন দেখেছিলেন তাঁরা। তার পর প্রায় ১৫০ বছরের স্বপ্ন পূরণ হল ১৩ দিনের মাথায়। শুক্রবার বিকেলে খড়্গপুর-১ ব্লকের বিডিও অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে জমির পাট্টার কাগজ তুলে দেওয়া হল প্রাপকদের হাতে। আপ্লুত গ্রামবাসীরা।গত ৪ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের কেশপুরের সভায় যোগ দেওয়ার আগে খড়্গপুরের গ্রামে ঝটিকা সফর করেন তৃণমূল নেতা-সাংসদ অভিষেক।
মাতকাতপুর এবং মোহনপুর এলাকায় দাঁড়িয়ে গ্রামবাসীদের সঙ্গে দেখা করেন অভিষেক। তাঁকে কাছে পেয়ে অভাব-অভিযোগ জানিয়েছিলেন গ্রামবাসীরা। জানিয়েছিলেন, কাঁসাই নদীর ধারে কয়েক পুরুষ ধরে বসবাস করছেন তাঁরা। কিন্তু জমির পাট্টা না থাকায় সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের আশ্বস্ত করে সভায় গিয়েছিলেন অভিষেক। তার পর কেটে গিয়েছে ১২ দিন। ১৩ দিনের মাথায় হাতে হাতে পাট্টা পেলেন মোহনপুর এবং মাতকাতপুরের বাসিন্দারা। শুক্রবার খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত বিডিও অফিসে একটি অনুষ্ঠানের মাধ্যমে ওই গ্রামবাসীদের পাট্টা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শিউলি সাহা, তৃণমূলের জেলা সহ-সভাধিপতি তথা বিধায়ক অজিত মাইতি, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা এবং জেলাশাসক খুরশেদ আলি কাদরী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy