প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: অলোক
হাজিরা খাতায় সই করা নিয়ে বিবাদ। আর সেই বিবাদ থেকেই অধ্যাপককে ‘মার’, ‘কুকথা’। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিগ্রহের শিকার রসায়ন বিভাগের অধ্যাপক স্বপন ভট্টাচার্য। অভিযোগের তির তৃণমূল পরিচালিত শিক্ষাবন্ধু সমিতির সভাপতি বিনয় কুমার সিংয়ের বিরুদ্ধে। অভিযুক্তের দাবি, অধ্যাপক হাজিরা খাতায় সই না করতে দিয়ে বেআইনি কাজ করেছেন। অন্যদিকে নিগৃহীত অধ্যাপকের দাবি, শিক্ষাকর্মী কোনও কাজ না করেই হাজিরা খাতায় সই করতে চেয়েছেন। এই ঘটনার কথা ইতিমধ্যেই নির্দিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান। কেন রসায়ন বিভাগে গিয়েছিলেন, অভিযুক্তের কাছে জবাবদিহি চেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। অন্যদিকে অধ্যাপক নিগ্রহের ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে সুর চড়িয়েছে বামপন্থী শিক্ষক সংগঠন। জুটার হুঁশিয়ারি, উপযুক্ত ব্যবস্থা না নিলে অধ্যাপকরা গণপদত্যাগ করবেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy