WATCH VIDEO: A NEW SPECIES OF CATFISH DISCOVERED IN KERALA dgtl
Catfish
চোখ নেই! রক্তের মতো দেখতে মাগুর মাছ নিয়ে হৈহৈ কাণ্ড, চলছে গবেষণা
কেরলে আবিষ্কার হওয়া বিশেষ প্রজাতির মাগুর মাছ নিয়ে গবেষণা করছে ভারত এবং জার্মানির একটি বিশেষজ্ঞ দল।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০৬
Share:Save:
কেরলের ৭ জেলা থেকে আবিষ্কার হওয়া বিশেষ প্রজাতির মাগুর মাছ নিয়ে হৈহৈ কাণ্ড। ৩২ মিলিমিটার দৈর্ঘ্যের মাছ, যার শরীরে নেই চোখ। গায়ের রঙ গাঢ় লাল। এই মাছ নিয়ে এখন গবেষণা করছে ভারত এবং জার্মানির একটি বিশেষজ্ঞ দল।