প্রতিবেদন: শ্রাবস্তী, চিত্রগ্রহণ ও সম্পাদনা: ঋতুরাজ
৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় মা-বাবাদের হাত ধরে খুদেদেরও দেখা গেল বই বেছে নিতে। তাদের মধ্যে কেউ পছন্দ করে কমিকস, আবার কারোর ভালো লাগে ভূতের গল্প। এ ছাড়াও কেউ কেউ আছে যারা পড়াশোনার বাইরে অন্য বই পড়তে নারাজ। অনেকেরই স্কুলে বাংলা চর্চার চল কম, তাই বাংলা বই কিনে দেননা মা-বাবা। যাদের বাংলা সাহিত্যের সঙ্গে পরিচয় ঘটেছে, তাদের পছন্দের লেখকদের তালিকায় আছেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কালজয়ী লেখকেরা। পাঠ্যক্রমের বাইরে গিয়ে, মুঠোফোন বা কম্পিউটারে মুখে গুঁজে থাকা প্রজন্মকে মাতৃভাষায় লেখার স্বাদ পাওয়ানো কি আদৌ সম্ভব? বইমেলা সেই বিতর্কই খানিক উসকে দেয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy