প্রতিবেদন: প্রচেতা
ইডি দফতরে যাওয়ার কথা নিজেই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মত বুধবার বেলা সাড়ে ১১ টা নাগাদ সি জি ও কমপ্লেক্সে ঢোকেন তিনি। সাড়ে পাঁচ ঘণ্টা কেটে গেছে। এখনও ইডি আধিকারিকদের প্রশ্নবাণ সামলাচ্ছেন অভিষেক। প্রসঙ্গত বুধবারই বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ‘সমন্বয় কমিটি’র বৈঠক বসেছে দিল্লিতে। ইডির তলবের কারণে ‘সমন্বয় কমিটি’র প্রথম বৈঠকে হাজির থাকতে পারলেন না অভিষেক। ‘ইন্ডিয়া’র ‘সমন্বয় কমিটি’র বৈঠকে প্রতিবাদস্বরূপ একটি চেয়ার খালি রাখা হয়েছে। বৈঠক শুরুর আগে শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত বলেন, “অভিষেক আজ বৈঠকে থাকতে পারলেন না, কারণ ইডি আর বিজেপি তেমনটা চায়নি। কেন্দ্রীয় সরকার চায়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসে ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির বৈঠকে যোগ দিন।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy