পার্থ, অনুব্রতর পর এবার মানিক ভট্টাচার্যের বিরুদ্ধেও উঠল ‘চোর’ স্লোগান। মঙ্গলবার বেলা ৩টে নাগাদ ব্যাঙ্কশাল কোর্টে ঢোকার আগে বিচার ভবন দিয়ে হেঁটে আসার সময় তাঁকে দেখে ‘চোর’ স্লোগান দেয় বিক্ষুব্ধ জনতা। এখানেই শেষ নয়। আরও এক ধাপ এগিয়ে বিক্ষোভকারীদের মধ্যে অনেকে আবার হাতে জুতো তুলে নিয়েও বিক্ষোভ প্রদর্শন করেন। এদের মধ্যে সিংহভাগই ছিলেন বিজেপি কর্মী-সমর্থক। বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্য, ‘‘জুতোই খাওয়া উচিত যাদের, তারা জুতোই খাবে, এতে অবাক হওয়ার কী আছে।’’ ‘‘চোরকে তো আর ভগবান বলবে না’’, প্রতিক্রিয়া বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy