প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
পাঁচ বছর বন্ধ থাকার পর, ২০২২ সালে ফের টেট পরীক্ষা নেওয়া হয়েছিল। সে সময়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল আশ্বাস দিয়েছিলেন পঞ্চাশ হাজার শূন্যপদে নিয়োগ হবে। তার পর কেটে গিয়েছে দু’বছর। এখনও পর্যন্ত তাঁদের কাউকেই ইন্টারভিউয়ে ডাকা হয়নি বলে অভিযোগ টেট উত্তীর্ণদের। ২ জানুয়ারি প্রতিবাদ মিছিল করেছিলেন তাঁরা। এ বার ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে, সল্টলেকের প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরের বাইরে অবস্থানে বসলেন ওই বিক্ষুব্ধরা। হাই কোর্টের অনুমতি নিয়ে, ১ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত ধর্না চালাবেন ২০২২ সালের ‘ইন্টারভিউ বঞ্চিত’ চাকরিপ্রার্থীরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy