প্রতিবেদন: রিঙ্কি ও প্রচেতা, সম্পাদনা: সৈকত
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দায়ের করা অভিযোগেই গ্রেফতার সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শাহজাহান শেখ। রেশন দুর্নীতি তদন্তে সরবেড়িয়ায় অভিযুক্তের বাড়িতে অভিযান চালাতে গিয়ে প্রহৃত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একাধিক কর্মী। এই ঘটনায় ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে ইডি। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। প্রায় মাস দুয়েক পর সন্দেশখালি থেকে ৩০ কিলোমিটার দূরে মিনাখাঁ থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। বৃহস্পতিবার, অভিযুক্তকে বসিরহাট আদালতে পেশ করার পর ১৪ দিনের হেফাজতের আবেদন করা হলে বিচারক ১০ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। শাহজাহানের আইনজীবী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে খুনের চক্রান্ত, ডাকাতি, কর্তব্যরত সরকারি কর্মীকে মারধর এবং কাজে বাধা দেওয়ার মতো একাধিক ধারায় মামলা করা হয়েছে। আইন শৃঙ্খলার কথা মাথায় রেখেই এ দিন বসিরহাট আদালত থেকে সোজা কলকাতায় রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে নিয়ে আসা হয়েছে শেখ শাহজাহানকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy