ভোপালে বুথ স্তরের কর্মীদের নিয়ে দলীয় কর্মসূচি, সেখানেই বিরোধীদের পটনা বৈঠকের কড়া সমালোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার, লালু প্রসাদ, সীতারাম ইয়েচুরি, অরবিন্দ কেজরীওয়ালদের বৈঠককে ‘ফটোওয়াক কর্মসূচি’ বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর অভিযোগ, পটনা বৈঠকে সামিল সব বিরোধী দলের দুর্নীতিকে যদি একসঙ্গে যোগ করা যায়, তা হলে তা ২০ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে। নাম করে কংগ্রেস, তৃণমূল, আরজেডি, এনসিপি-র ‘দুর্নীতি’ নিয়ে সরব হয়েছেন তিনি। কংগ্রেসের বিরুদ্ধে যেমন সরাসরি কয়লা কেলেঙ্কারি, ২জি কেলেঙ্কারি, কমনওয়েলথ গেমস দুর্নীতির কথা বলেছেন, তেমনই তৃণমূলের বিরুদ্ধে নরেন্দ্র মোদী সরব হয়েছেন সারদা, নারদা, রোজ় ভ্যালির মতো আর্থিক দুর্নীতির বিরুদ্ধে। মঙ্গলবারের কর্মিসভায় নরেন্দ্র মোদীর বক্তব্যে উঠে এসেছে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা। এমনকি গরু পাচার, কয়লা কেলেঙ্কারির মতো বিষয় উত্থাপন করে পশ্চিমবঙ্গের শাসকদলকে নিশানা করেছেন তিনি। তাঁর বক্তব্য, বিরোধীরা একমাত্র দুর্নীতিকেই সুনিশ্চিত করতে পারবে। দেশবাসীর উদ্দেশে তাঁর বার্তা, “দুর্নীতিতে অভিযুক্ত সবার বিরুদ্ধে তদন্ত সুনিশ্চিত করছি আমি। নরেন্দ্র মোদী আপনাদের কথা দিচ্ছে।” বিরোধীদের তাঁর হুঁশিয়ারি, “যারা গরিবকে লুটছে, যারা দেশকে লুটছে, তাদের কাছ থেকে কড়ায়গণ্ডায় হিসাব নেব।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy