বারংবার দুঃস্বপ্ন দেখা ইঙ্গিত হতে পারে পার্কিনসন’স রোগের। এমনটাই জানালেন বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের ‘হিউম্যান ব্রেন হেলথ’ বিভাগের গবেষকদের সাম্প্রতিক গবেষণা বলছে, বিশেষ করে বয়স্কদের মধ্যে যাঁরা বারংবার দুঃস্বপ্ন দেখেন তাঁদের ক্ষেত্রে পার্কিনসন’স রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় দ্বিগুণ।পার্কিনসন’স একটি অত্যন্ত বিপজ্জনক স্নায়ুরোগ। এই রোগে স্নায়ুকোষগুলির মৃত্যু হতে থাকে। কমে যায় ডোপামাইন নামক একটি উপাদানের ক্ষরণ। এই উপাদানটি স্নায়ু সংবেদ পরিবহণ করে। ফলে শ্লথ হয়ে আসে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy