শেষ বার ছুটেছিল ১৯৬৫ সালে। বুধবার আবার নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশন থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশে ছুটল মিতালি এক্সপ্রেস। ভার্চুয়াল মাধ্যমে এই ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং বাংলাদেশের রেলমন্ত্রী এমডি নুরুল ইসলাম সুজন। মোট ১৮ জন যাত্রী নিয়ে ঢাকা গেল ওই ট্রেন। আগেও এনজেপি থেকে ঢাকা পর্যন্ত ট্রেন চলত। কিন্তু ১৯৬৫ সালে জলপাইগুড়িতে ভয়ঙ্কর বন্যা হয়। তাতে রেলের ন্যারো গেজ লাইনের ক্ষতি হয়। তার পর থেকেই জলপাইগুড়ির চিলাহাটি হয়ে বাংলাদেশ যাওয়ার ট্রেন চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যায়। এই রেলপথেই সব চেয়ে কম সময় লাগে ঢাকা পৌঁছতে। প্রায় সাড়ে ন’ঘণ্টা। মিতালি এক্সপ্রেসের কারণে পর্যটন শিল্প বা চিকিৎসার প্রসার— দুয়েরই ভাল হবে বলে আশাবাদী ভারতীয় রেল মন্ত্রক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy