প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: সৈকত
কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রতি বারের মতো এ বারও নজর কাড়ছে বাংলাদেশ প্যাভিলিয়ন। ৪৩টি স্টল নিয়ে তৈরি বাংলাদেশ প্যাভিলিয়ন কার্যত পরিণত হয়েছে সেলফি জ়োনে। তার কারণ অবশ্যই ‘রিকশা পেন্টিং’। বাংলাদেশে রিকশা এক কথায় ‘দ্যাশের লাইফলাইন’। সে দেশে শহর তো বটেই, এমনকি গ্রামগঞ্জের মানুষের কাছেও সড়ক পরিবহন হিসাবে প্রথম পছন্দ রিকশা। ‘ইউ’ আকৃতির চাঁদোয়া আর তার উপর আঁকিবুকি— বিশেষত্ব এটাই। শাপলা, দোয়েলের মতো জাতীয় প্রতীক তো থাকেই, এখন আবার সিনেমার পোস্টারের ডিজ়াইনও সেখানে জায়গা পেয়েছে। এ ছাড়াও বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিজস্ব ঘরানায় জায়গা করে নিয়েছে রিকশায়। অতীতে বাংলার দুর্গাপুজো যেমন বিশ্ব স্বীকৃতি অর্জন করেছিল, গত বছর তেমনই এই রিকশা পেন্টিংকে আবহমান ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এ বার তাই, নিজের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে রিকশা পেন্টিংকে থিম করল বাংলাদেশ। আগামী দিনে ঢাকায় আয়োজিত ‘অমর একুশে গ্রন্থমেলা’য় রিকশা পেইন্টিং-সহ একাধিক কৃষ্টি এবং সংস্কৃতির প্রদর্শনীর কথা ভাবছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রক। আনন্দবাজার অনলাইনকে এমনটাই জানিয়েছেন, বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রকের ‘ফিল্ড অফিসার’ আফসানা আখতার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy