করোনার দ্বিতীয় ঢেউয়ে অল্প দিনের মধ্যে দ্রুত রোগীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এর অন্যতম কারণ শরীরে সাইটোকাইন ঝড়। রোগীর শ্বাসকষ্ট বেড়ে যাওয়া হোক বা টানা জ্বর থাকা বা কাশি না কমা সব কিছুই সাইটোকাইন ঝড়ের পূর্বাভাস বয়ে আনতে পারে। চিকিৎসকদের মতে শরীরে ভাইরাস আক্রমণ হলে তা থেকে শরীরকে রক্ষা করতে এগিয়ে আসে অ্যান্টিবডি। লড়াই চালায় শত্রু ভাইরাসের সঙ্গে। কিন্তু কখনও কখনও শত্রু ছাড়াও শরীরের ভাল, সুস্থ কোষকেও আক্রমণ করতে থাকে, তখনই শুরু হয় সাইটোকাইন স্টর্ম। এই সাইটোকাইন ঝড় কী, কেন এবং তার চিকিৎসাই বা কী উঠে এসেছে দিল্লির সেন্ট স্টিফেন’স হাসপাতালের চিকিৎসক ম্যাথিউ ভার্গিজ-এর আলোচনায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy