Advertisement
১৪ অগস্ট ২০২৪
2023 Manipur Violence

‘প্রধানমন্ত্রী কেন চুপ? মণিপুর যেতে চাই’, সর্বদল বৈঠকে শাহকে আর্জি বিরোধীদের

‘সব দলের প্রতিনিধি দলকে মণিপুরে পাঠানো হোক’, সর্বদলীয় বৈঠকে অমিত শাহকে প্রস্তাব বিরোধীদের।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
ইম্ফল শেষ আপডেট: ২৫ জুন ২০২৩ ১৮:৩৫
Share: Save:

৫০ দিনেরও বেশি সময় ধরে উত্তপ্ত মণিপুর। দুই গোষ্ঠীর সংঘর্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। আহত অন্তত হাজার। মণিপুরে ৬০ হাজার মানুষ ঘরছাড়া। পরিস্থিতি পরিদর্শনে দিন কয়েক আগেই মণিপুর গিয়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিন দিন ছিলেন তিনি। এ বার তাঁর নেতৃত্বেই হল সর্বদল বৈঠক। মণিপুর নিয়ে সর্বদলীয় বৈঠকে শামিল হয় কংগ্রেস, তৃণমূল, আরজেডি, ডিএমকে, শিবসেনা-সহ আরও একাধিক দল। এই বৈঠকেই প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন বিরোধীরা। একই সঙ্গে অমিত শাহের উদ্দেশে তাঁদের আর্জি, বিরোধীদের পরিস্থিতি দেখতে দেওয়া হোক। সব দলের প্রতিনিধিদের মণিপুরে যেতে দেওয়ার আর্জিও জানানো হয়েছে। বিরোধীদের আশ্বস্ত করে সরকার জানিয়েছে, সহযোগিতার মাধ্যমেই মণিপুরে শান্তি প্রতিস্থাপনে পদক্ষেপ করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE