Beautiful places in South India you can travel during this winter dgtl
travel
Travel Tips: শীতে বেড়াতে যেতে চান? দক্ষিণ ভারতের কোথায় কোথায় যেতে পারেন
বহু পর্যটকের কাছেই দক্ষিণ ভারত অত্যন্ত পছন্দের। তবে শীতকালে এর কয়েকটি বিশেষ জায়গা আলাদা চেহারা নেয়।
নিজস্ব সংবাদদাতা
কলকাতাশেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ১৬:৪৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
শীতকালে উত্তর ভারতের বহু জায়গার তাপমাত্রাই অনেকটা নেমে যায়। ফলে যাঁরা অতটা শীত পছন্দ করেন না, তাঁদের আদর্শ গন্তব্য হতে পারে দক্ষিণ ভারত।
০২১০
এই শীতে দক্ষিণ ভারতের কোথায় কোথায় যেতে পারেন? কেন শীতে এ সব জায়গায় যাওয়ার মজাই আলাদা? রইল সন্ধান।
০৩১০
কোচি: ডিসেম্বরে কোচির বন্দরে কার্নিভ্যালের আয়োজন করা হয়। প্রচুর পর্যটক আসেন। তা ছাড়া সৈকতে নানা ধরনের খেলাধূলার ব্যবস্থাও হয় শীতে। তাই ডিসেম্বরে যেতে পারেন এই বন্দর শহর।
০৪১০
তিরুভান্নামালাই: ডিসেম্বরে আলোর উৎসব হয় এই শহরে। চলে টানা তিন দিন। এই সময়ে শহর ঘোরার আনন্দই আলাদা।
০৫১০
মহাবলিপুরম: পর্যটকদের অনেকের মতেই এই মরসুমে মহাবলিপুরম সবচেয়ে ভাল লাগে ঘুরতে। আবহাওয়াও থাকে দুর্দান্ত।
০৬১০
মুরুদেশ্বর: স্কুবা ডাইভিংয়ের জন্য এই জায়গাটি বিখ্যাত। শীতই তার জন্য আদর্শ সময়।
০৭১০
আরাকু উপত্যকা: ডিসেম্বরে ঘোরার জন্য খুব ভাল জায়গা। নানা ধরনের অনুষ্ঠানে লেগেই থাকে শীতকাল জুড়ে।
০৮১০
উটি: পাহাড়ের উপরে হলেও খুব বেশি ঠান্ডা নয় উটি। ডিসেম্বরে ঠান্ডা বাঁচিয়ে পাহাড়ের মজা নিতে চাইলে, এখানে যেতে পারেন।
০৯১০
আলেপ্পে: শীতে এই শহর একেবারে অন্য রকম চেহারা নেয়। অনেকেরই মত, শীতেই এখানকার আবহাওয়া সবচেয়ে আরামদায়ক।
১০১০
বিশাখাপত্তনম: শীতের সময়ে এই শহরে পর্যটকদের ভিড় বাড়ে। আবহাওয়া ভাল থাকার কারণেই এই সময়ে পর্যটকরা বেশি করেন আসেন এখানে।