এই ছিল তাঁর শিক্ষার মূল কথা। লন্ডনের অভিজাত জীবন ছেড়ে ভারতে আসতে হয় তাঁকে। তার পর এ দেশের শিক্ষা সংস্কারের কাজে বাকি জীবন উৎসর্গ করেন। তাঁর আগে মেয়েদের লেখাপড়া শেখানো নিয়ে কারও আগ্রহ ছিল না। হাজার উপহাস সহ্য করেও প্রসারিত করেছেন নারীশিক্ষার ক্ষেত্র। আগামী কাল জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুনের ভারতে পদার্পণ ১৭৫তম
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২২ ০৮:২৯