টিমের দু’জন ক্রিকেটার জাতীয় দলে ফিরে আসার লড়াই চালাচ্ছেন। এক জন নিজের জায়গা পাকা করার। রয়েছেন আরও কয়েক জন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। সেই টিমই দলাদলি, রাজনীতি, বিতর্কে জড়িয়ে পড়ে ছিটকে গেল বিজয় হাজারে ট্রফির কোয়ালিফাইং রাউন্ড থেকে।
সোজা কথায়, মাঠ এবং মাঠের বাইরের লড়াইয়ে হেরে গিয়ে গৌতম গম্ভীরের দিল্লির ছুটি হয়ে গেল বৃহস্পতিবার। ইডেনে তাই ১০ তারিখ থেকে বিজয় হাজারে ট্রফির মূলপর্বে খেলতে দেখা যাবে না গম্ভীর, সহবাগ, ইশান্ত শর্মাদের।
এ দিন সার্ভিসেসের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ ছিল দিল্লির। আর সেই ম্যাচে নানা কারণে খেলতে পারলেন না সহবাগ, ইশান্ত, নেহরা, মিঠুন মানহাস, রজত ভাটিয়া। গম্ভীরের দিল্লি ‘বি’ টিম (২১৩) ৪৪ রানে হেরে যায় সার্ভিসেসের (২৫৭) কাছে।
কেন খেললেন না তারকারা? সরকারি এবং বেসরকারি কারণগুলো এ রকম--
সহবাগ: পেট খারাপ এবং ফ্লু। তবে জানা যাচ্ছে, ওপেন করতে বলা হওয়ায় চটে গিয়েছেন সহবাগ এবং দ্বিতীয় ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন।
ইশান্ত: পায়ে চোট। তাও পাঁচটার মধ্যে মাত্র দুটো ম্যাচ খেলে।
মানহাস এবং ভাটিয়া: শেষ ম্যাচের আগে হঠাৎ অসুস্থ।
নেহরা: এসএমএস করে ম্যাচ শুরুর আগে সরে দাঁড়ান। কারণ, ক্লান্তি। এগারোটা নাগাদ মাঠে এসেছিলেন।
সব মিলিয়ে দিল্লি ক্রিকেট মহলের একাংশের বক্তব্য, রাজনীতি, বিশৃঙ্খলা এবং তারকা ক্রিকেটারদের খামখেয়ালিপনার মাশুল দিতে হল দিল্লিকে। নেহরার ঘটনায় দিল্লি টিমের অন্যতম নির্বাচক হরি গিদওয়ানি বলেছেন, “চূড়ান্ত বিশৃঙ্খলা। এ সব বরদাস্ত করা যায় না।” অধিনায়ক গম্ভীর অবশ্য এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy