ম্যাচের সেরা রায়ডু। সোমবার হায়দরাবাদে। ছবি: পিটিআই
কলকাতা নাইট রাইডার্সের শেষ পাঁচ ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ফের সানরাইজার্স হায়দরাবাদ। সোমবার পর্যন্ত কেকেআরের পয়েন্ট ৯ ম্যাচে ৮।
মুম্বই ইন্ডিয়ান্সের শেষ পাঁচ ম্যাচ কেকেআর, দু’টো রাজস্থান রয়্যালস, দিল্লি ডেয়ারডেভিলস এবং কিংস ইলেভেন পঞ্জাব। সোমবার পর্যন্ত পয়েন্ট, ৯ ম্যাচে ৬।
রয়্যাল চ্যালেঞ্জার্সের শেষ পাঁচ প্রতিদ্বন্দ্বী দিল্লি ডেয়ারডেভিলস, দু’বার চেন্নাই সুপার কিংস, কেকেআর এবং সানরাইজার্স হায়দরাবাদ। সোমবার পর্যন্ত পয়েন্ট, ৯ ম্যাচে ৬।
সানরাইজার্স হায়দরাবাদের শেষ পাঁচ ম্যাচ দু’টো কেকেআর, কিংস ইলেভেন পঞ্জাব, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস। সোমবার পর্যন্ত পয়েন্ট ৯ ম্যাচে ৮।
আইপিএল সেভেন গ্রুপ পর্ব যখন শেষ দিকে পৌঁছে গিয়েছে, তখন অদ্ভুত জটিল পরিস্থিতি তৈরি হয়ে গেল প্লে অফের চতুর্থ দল নিয়ে। কে যাবে? এখনও পর্যন্ত চার নম্বরে থাকা কেকেআর? সানরাইজার্স? নাকি টুর্নামেন্টে অভাবনীয় প্রত্যাবর্তন ঘটানো মুম্বই ইন্ডিয়ান্স? নাকি সব হিসেবে উল্টে শেষ ল্যাপে সবাইকে হারিয়ে দেবে বিরাট কোহলির বেঙ্গালুরু?
এ দিন রাত পর্যন্ত কোনও উত্তর নেই।
কিংস ইলেভেন পঞ্জাবকে হারানোর পর কেউ কেউ ধরেই নিয়েছিলেন লিগ টেবিলের চতুর্থ স্পটের জন্য লড়বে শুধু দু’টো টিম। কেকেআর আর সানরাইজার্স। কিন্তু এ দিন সানরাইজার্সের ঘরের মাঠে শিখর ধবনদের মুম্বই অবিশ্বাস্য ভাবে ৭ উইকেটে হারিয়ে দেওয়ার পর জট আরও বেড়ে গেল। বর্তমান পরিস্থিতি যা, তাতে শুধু কেকেআর এবং সানরাইজার্স নয়, মুম্বই-বেঙ্গালুরুও যেতে পারে। এবং কটকে বুধবার যদি হায়দরাবাদ-বধের ফর্ম ধরে রেখে কেকেআরকে হারিয়ে দেয় মুম্বই, তা হলে পরিস্থিতি আরও ঘোরালো হবে। সেক্ষেত্রে নেট রান রেটের পার্থক্য হয়তো থেকে যাবে। কিন্তু পয়েন্টের বিচারে একই অবস্থানে চলে আসবে কেকেআর-মুম্বই।
অতঅব সোমবার রাত থেকে উপরের চারটে টিমের কাছে পরবর্তী ম্যাচগুলো আর নিছক ম্যাচ নয়, সবই কার্যত ফাইনাল!
যে কথাটা মুম্বইয়ের কায়রণ পোলার্ড বলে গেলেন। এ দিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে সানরাইজার্স তুলেছিল ১৫৭-৩। অ্যারন ফিঞ্চ ৬৮ ও ডেভিড ওয়ার্নার ৩১ বলে ৫৫ করে যান। কিন্তু মুম্বইয়ের ক্যারিবিয়ান ওপেনার লেন্ডল সিমন্স (৫০ বলে ৬৮) এবং অম্বাতি রায়ডুর (৪৬ বলে ৬৮) সামনে উড়ে যায় স্টেইন-ভুবনেশ্বরকুমার সমৃদ্ধ সানরাইজার্স বোলিং। দেড় ওভার বাকি থাকতে রান তুলে দেয় মুম্বই। যার পরপরই পোলার্ড বলে যান, “আমাদের দৌড়টা দেরিতে শুরু হল। গত বারের চ্যাম্পিয়ন বলে একটা বাড়তি চাপ আমাদের উপর ছিল। তা ছাড়া ফ্র্যাঞ্চাইজির চাপ তো আছেই। যাই হোক, আমাদের কাছে এখন প্রত্যেকটা ম্যাচই কার্যত ফাইনাল।” এখানেই শেষ না করে পোলার্ডের আরও সংযোজন, “কালই আমরা কটক উড়ে যাচ্ছি। কেকেআরের বিরুদ্ধেও আমাদের জিততে হবে এখন। সেরা টিম নামাতে হবে। সেরা ব্যাটিংটা করতে হবে। সেরা বোলিংটাও করতে হবে।” পোলার্ডের মতোই সানরাইজার্স অধিনায়ক শিখর ধবনও মনে করিয়ে দিলেন, সোমবারের হারের পরেও তাঁদের আশা বেঁচে রয়েছে। বলে গেলেন, “আমরা এখনও টিকে আছি। আর প্রথম চারে কয়েক দিনের মধ্যেই ঢুকে পড়ব!”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy