লিগ হাত ছাড়া জিনেদিন জিদানের। ছবি: রয়টার্স
লা লিগা জিততে পারেননি। শেষ দিন অবধি লড়াইয়ে থাকলেও শনিবার আতলেতিকো মাদ্রিদ জিতে যাওয়ায় লিগ হাত ছাড়া জিনেদিন জিদানের। তাই শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতলেও মেজাজ খারাপ প্রশিক্ষকের। আগামী বছর কী করবেন সেই নিয়ে সিদ্ধান্ত নিতে দলের সঙ্গে কথা বলবেন তিনি।
৩৮ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করল রিয়াল। ২ পয়েন্ট বেশি পেয়ে লা লিগা চ্যাম্পিয়ন আতলেতিকো। শেষ ম্যাচে ভিয়ারেলের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জেতে জিদানের ছেলেরা। গোল করেন করিম বেঞ্জেমা এবং লুকা মদ্রিচ। কিন্তু তাতেও লাভ হয়নি কারণ আতলেতিকোর হয়ে অ্যাঞ্জেল করিয়া এবং লুইস সুয়ারেজ গোল করে দলকে জিতিয়ে দেন। ৭ বছর পর লা লিগা জেতে আতলেতিকো।
জিদান বলেন, “আমার মেজাজ খারাপ হয়ে গিয়েছে। লা লিগা জিততে পারলাম না। মেজাজ খারাপের কারণ জিজ্ঞেস করলে বলব এটাই কারণ। আতলেতিকোকে অভিনন্দন জানাতেই হবে। ওরা ট্রফির দাবিদার। লিগ টেবিলে যে শীর্ষে থাকবে সেই এটার দাবিদার।” নিজের দলেরও প্রশংসা করেছেন জিদান। তিনি বলেন, “তবে সব চেয়ে গুরুত্বপূর্ণ রিয়াল মাদ্রিদের ফুটবলাররা কী করেছে। সমস্ত সমর্থকদের ধন্যবাদ সব সময় আমাদের পাশে থাকার জন্য। আমার মনে হয় সবার আমাদের ফুটবলারদের জন্য গর্ব করা উচিত। ওরা নিজেদের উজাড় করে দিয়েছে।”
👔🎙️ Zidane: "Dar la gracias a nuestra afición porque siempre ha estado detrás del equipo. Toda la gente puede estar orgullosa del equipo, como lo estoy yo."#RealMadridVillarreal | #HalaMadrid pic.twitter.com/uW1jlWxfaD
— Real Madrid C.F. (@realmadrid) May 22, 2021
গত বছর লা লিগা জিতলেও এ বারে পারলেন না জিদান। তবে কী বিদায় নেবেন তিনি মাদ্রিদ থেকে? জিদান বলেন, “মন শান্ত হলে দলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। এখনই কিছু ঠিক করিনি।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy