যুবরাজ সিংহ। ছবি টুইটার
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ছয় ছক্কা এখনও ক্রিকেটপ্রেমীদের মনে টাটকা। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজের সেই রেকর্ডের কাছাকাছি চলেই এসেছিলেন যুবরাজ সিংহ। কিন্তু টানা চারটি ছয় মারার পর ষষ্ঠ বলে আর চেষ্টা করেননি। ম্যাচের পর জানালেন, খুচরো রান নেওয়ার জন্যেই ছয় মারার চেষ্টা করেননি।
দক্ষিণ আফ্রিকা লেজেন্ডসের বিরুদ্ধে খেলা ছিল ভারত লেজেন্ডসের। ১৮তম ওভারে জ্যান্ডার ডি ব্রুইনকে পরপর চারটি ছয় মারেন তিনি। ২১ বলে অর্ধশতরান পূর্ণ করেন। তাঁর এবং সচিন তেন্ডুলকরের দুরন্ত খেলায় ২০০ পেরোয় ভারতের রান।
রবিবার সংবাদ সংস্থাকে যুবরাজ বলেছেন, “ওই ওভারে একটা বলে রান করতে পারিনি। তাই পঞ্চম বলেও ছয় মারার কথা ভেবেছিলাম। অপেক্ষা করছিলাম কখন ও আমার পছন্দের জায়গায় বল করবে। কিন্তু শেষ মুহূর্তে ভাবনা বদলাই। তখনও দু’ওভার বাকি ছিল। তাই বড় রান তুলতে ওভারের শেষ বলে এক রান নিই। শেষ পর্যন্ত ব্যাট করতে চেয়েছিলাম। সেটা পেরেছি।”
Yuvraj is back 6,6,6,6 in a over#YuvrajSingh #RoadSafetyWorldSeries2021 pic.twitter.com/RDmkGte3s8
— Trollmama_ (@Trollmama3) March 13, 2021
সচিন এবং যুবরাজের ইনিংসের সৌজন্যে ৫৭ রানে জয় পেয়েছে ভারত। দেশের হয়ে ফের খেলতে পেরে খুশি যুবি। বলেছেন, “দেশের হয়ে আবার খেললাম। এতদিন বাদে মাঠে দর্শক ফিরতে দেখে দারুণ লেগেছে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy