ক্যাচের পরে যুবিকে অভিনন্দন ভাজ্জির। ছবি: সুদীপ্ত ভৌমিক
প্রথমে দুর্দান্ত ফিল্ডিং ও সব শেষে সুপার ওভারে ব্যাটে ঝড় তুললেন যুবরাজ সিংহ। রবিবার সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনিই নায়ক।
সৈয়দ মুস্তাক আলি ট্রফির মূলপর্বের প্রথম ম্যাচেই সুপার ওভারে ফয়সালা হল। কর্নাটকের বিরুদ্ধে গ্রুপ ‘এ’-তে শেষ পর্যন্ত জিতল হরভজন সিংহের পঞ্জাব। দু’টি দুরন্ত ক্যাচ নিয়ে দর্শকদের মাতিয়ে দিলেন ম্যাচের সেরা আকর্ষণ যুবরাজ।
সবুজ উইকেটে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পঞ্জাব অধিনায়ক হরভজন। ২০ ওভারে ১৫৮-৭ তোলে করুণ নায়ারের (১৩) দল। জবাবে ন’উইকেট হারিয়ে সমান রান তুলে টাই করেন পঞ্জাব ব্যাটসম্যানরা। সুপার ওভারে মনদীপ সিংহ ও যুবরাজের দাপটে ১৫ রান করে পঞ্জাব। শেষে সিদ্ধার্থ কল-এর ওভারে ১১ রানের বেশি তুলতে পারেননি করুণ নায়ার ও অনিরুদ্ধ জোশী।
পঞ্জাবের ইনিংসে তিন নম্বরে ব্যাট করে ১৯ বলে ৩৩ করেন হরভজন। বল হাতে ২৭ রান দিয়ে নেন ১ উইকেট। তবু ভারতীয় দলে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছেন ভাজ্জি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘‘আমি ফুরিয়ে যাইনি। ভারতীয় দলের হয়ে খেলার এখনও সুযোগ রয়েছে।’’
ভারতীয় দলে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখা যুবরাজ (২৫ বলে ২৯) এ দিন মাতিয়ে দিলেন ফিল্ডিংয়েও। একবার ডিপ স্কোয়্যার লেগ অঞ্চলে ডান দিকে শরীর ছুড়ে দুরন্ত ক্যাচ নিলেন যুবি। সেই ওভারেই আরও একবার সামনে ঝাঁপিয়ে ক্যাচ ধরলেন তিনি। ম্যাচ শেষে ভাজ্জি জানান, নিজেই সুপার ওভারে ব্যাট করতে চেয়েছিলেন যুবরাজ। বলেন, ‘‘যুবরাজ যখন বলেছে ব্যাট করবে, তখন ওর ওপর বিশ্বাস রেখেই ব্যাট করতে পাঠিয়েছি। নিঃসন্দেহে ও দলের সেরা আকর্ষণ।’’
আজ মুস্তাক আলি ট্রফিতে: ঝাড়খণ্ড বনাম রাজস্থান (সকাল ৮.৪৫)। পঞ্জাব বনাম মুম্বই (বেলা ১২.৪৫)। বাংলা বনাম উত্তর প্রদেশ (বেলা ১.০০)। দিল্লি বনাম বরোদা (বিকেল ৫.০০)। শেষ দু’টি ম্যাচ স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy