দুই প্রতিদ্বন্দ্বী উইলিয়ামসন এবং কোহলী। ছবি টুইটার
খেলা শেষমেশ শুরু করা গেল না। প্রথম দিনের খেলা ভেস্তে গেল। সরকারি ভাবে জানানো হল একটু আগেই। দ্বিতীয় দিনের খেলাও আধ ঘণ্টা আগে শুরু হবে।
খেলা শুরু হওয়ার হালকা সম্ভাবনা তৈরি হল। জানা গিয়েছে, ভারতীয় সময় সাড়ে সাতটায় মাঠ পরীক্ষা করবেন আম্পায়াররা। বৃষ্টি আপাতত পড়ছে না।
অন্তত আধ ঘণ্টা ধরে বৃষ্টি হয়নি সাদাম্পটনে। মাঠে চলছে সুপার সপার। কিন্তু পিচ এখনও আবরণে ঢাকা। খেলা কখন শুরু হবে? উত্তর দিতে পারছেন না কেউই। নিউজিল্যান্ড ক্রিকেটাররা অবশ্য কফি এবং স্যান্ডউইচ নিয়ে ব্যালকনিতে বসে পড়েছেন।
Rain to start in Southampton means coffee and a chat watching the covers to start the day. #WTC21 pic.twitter.com/dLhbAd5C4l
— BLACKCAPS (@BLACKCAPS) June 18, 2021
প্রথম সেশনের খেলা ভেস্তে যাওয়ায় সাদাম্পটনে নির্ধারিত সময়েই মধ্যাহ্নভোজের বিরতি ডাকা হল। তবে আবহাওয়ার অবস্থার এখন সেভাবে উন্নতি হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যমে খবর, আকাশ ক্রমশ কালো হয়ে আসছে। অর্থাৎ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়ছে। দ্বিতীয় সেশনেও খেলা শুরু হওয়ার ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই।
ম্যাচের ২৪ ঘণ্টা আগেই প্রথম একাদশ ঘোষণা করে দেন বিরাট কোহলী। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট ফাইনালে যাঁরা খেলবেন তাঁরা হলেন: রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলী (অধিনায়ক), অজিঙ্ক রহাণে (সহ-অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি।
🚨 NEWS 🚨
— BCCI (@BCCI) June 17, 2021
Here's #TeamIndia's Playing XI for the #WTC21 Final 💪 👇 pic.twitter.com/DiOBAzf88h
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy