সুষমা স্বরাজের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। প্রাক্তন বিদেশমন্ত্রীর অসময়ে চলে যাওয়া মেনে নিতে পারছেন না রাজনীতিবিদ, অভিনেতা, ক্রীড়াবিদরা। ‘সুপার মম’-এর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের মহিলা কুস্তিগির বীনেশ ফোগত। সুষমা স্বরাজের মৃত্যুতে আবেগপ্রবণ হয়ে ফোগত টুইট করেন ‘‘যখন আমাকে সবাই দূরে ঠেলে সরিয়ে দিয়েছিলেন, আপনিই আমাকে কাছে টেনে নিয়েছিলেন।’’
ফোগতের সঙ্গে সুষমা স্বরাজের পরিচিতি বহুদিনের। ২০১৬ সালের রিও অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে চিনের সুন ইউনানের সঙ্গে লড়াইয়ে মারাত্মক চোট পেয়েছিলেন বীনেশ। তাঁর কেরিয়ার শেষ হয়ে যেতে পারত। সেই সময়ে ফোগত ব্যথিত হৃদয়ে টুইট করে লিখেছিলেন, ‘‘আমি মানসিক ও শারীরিক দিক থেকে ভাল অবস্থায় নেই।’’
বীনেশের সেই টুইট চোখ এড়িয়ে যায় দেশবাসীর। দেশ তখন সাক্ষী মালিককে নিয়ে উৎসবে ব্যস্ত। কুস্তির ম্যাট থেকে দেশকে রুপো এনে দেন সাক্ষী। বীনেশকে সবাই ভুলে যান। বীনেশের টুইটের মর্ম উপলব্ধি করতে পারেন সুষমা। বীনেশের উদ্দেশে সুষমা স্বরাজ তখন টুইট করেন, ‘‘বীনেশ—তুমি আমাদের মেয়ে। চিন্তা কোরো না। কিছু দরকার হলে অবশ্যই জানাবে। ভারতীয় দল তোমার পরিবার।’’
স্মৃতির সরণী ধরে হেঁটে সুষমার উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করে বীনেশ বলছেন, ‘‘আমি সেদিনটার কথা ভুলতে পারব না। সেই কন্ঠস্বরও ভোলা সম্ভব নয়। আমাকে আশ্বস্ত করে আপনি বলেছিলেন, তুমি আমাদের মেয়ে। চিন্তা কোরো না। আমার দেখভাল করা হবে বলে আশ্বাসও দিয়েছিলেন।’’ খুব কঠিন সময়ে সুষমার কথাগুলো অনুপ্রাণিত করেছিল বীনেশকে।
Vinesh - You are our daughter. @indiainbrazil is your family. Ask for anything you require. https://t.co/I3Y4axejq6
— Sushma Swaraj (@SushmaSwaraj) August 18, 2016
When l was sidelined by most, you reached out & extended full support.
— Vinesh Phogat (@Phogat_Vinesh) August 7, 2019
I can never forget that day and that voice who said to me, you are my daughter and assured me that I will be well taken care.
M’am the void you left in our hearts will always be empty. RIP #SushmaSwaraj 🙏🙏
সুষমা স্বরাজের প্রয়াণে বীনেশের হৃদয়ে যে শূন্যস্থান তৈরি হয়েছে, তা কোনওদিন পূরণ করা সম্ভব নয়। জানিয়েছেন বীনেশ। শুধু বীনেশ ফোগতই নন, সুষমা স্বরাজের মৃত্যুতে গোটা ক্রীড়াজগতেই নেমে এসেছে শোকের ছায়া। বিদেশমন্ত্রী থাকাকালীন দেশেবিদেশে থাকা বহু ভারতীয়কে নানা ভাবে সাহায্য করেছেন সুষমা। বিদেশের মাটিতে খেলতে যাওয়া ক্রীড়াবিদদের কাছে তিনি ছিলেন অভিভাবকের মতো। শোকপ্রকাশ করে টুইট করেছেন বিরাট কোহালি, সচিন তেন্ডুলকর, সুরেশ রায়না, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সহবাগ-সহ আরও অনেকে।
Deeply saddened by the news of Sushma Ji's demise, may her soul rest in peace. 🙏🏼
— Virat Kohli (@imVkohli) August 7, 2019