বিদায়: হারের পরের দিনই বিদায়ের মুখে আর্জেন্টিনার কোচ হর্হে সাম্পাওলি। ছবি: টুইটার।
বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে ছিটকে যাওয়ার পরে এ বার বিদায়ের মুখে এসে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার কোচ হর্হে সাম্পাওলি। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর, সাম্পাওলিকে ডেকে বলে দেওয়া হয়েছে, তাঁকে আর দলের দায়িত্বে থাকতে হবে না।
ফ্রান্সের কাছে হারের পরে রবিবার শিবির ছাড়েন লিয়োনেল মেসি, অ্যাঙ্খেল দি মারিয়ারা। এ দিনই বার্সেলোনা পৌঁছে গিয়েছেন মেসি। তবে আর্জেন্টিনার অধিনায়ক নিজের আন্তর্জাতিক ফুটবল জীবন নিয়ে কোনও মন্তব্য করেননি। আগের দিন সাংবাদিক বৈঠকে এসে সাম্পাওলি বলে যান, এখনই অবসর নেওয়ার কথা ভাবছেন না। কিন্তু তার পরেই ছবিটা বদলে যায়। জানা গিয়েছে, আর্জেন্টিনার ফুটবল সংস্থার প্রেসিডেন্ট ক্লদিয়ো তাপিয়ার সঙ্গে বৈঠক করেন সাম্পাওলি। সেখানে তাঁকে পরিষ্কার বলে দেওয়া হয়, সমঝোতার রাস্তা বেছে নিয়ে সরে যেতে হবে। কবে, কোথায় সরকারি ভাবে সাম্পাওলি ইস্তফার কথা ঘোষণা করবেন, তা এখনও ঠিক হয়নি। এটুকু জানা গিয়েছে, সাম্পাওলি যদি নিজে থেকে সরে না যান, তা হলে তাঁকে সরিয়ে দেওয়া হবে।
এই মুহূর্তে যে প্রশ্নটা আর্জেন্টিনায় ঘুরপাক খাচ্ছে, তা হল, মেসি কি সিদ্ধান্ত নেবেন? দিয়েগো মারাদোনা ইতিমধ্যেই বলে দিয়েছেন, মেসি ছাড়া এই আর্জেন্টিনা নিছকই ‘‘আর পাঁচটা দলের মতো।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy