বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে ইজ়রায়েলে যেতে হবে আর্জেন্তিনাকে। যা নিয়ে জলঘোলা শুরু হয়ে গিয়েছে। প্যালেস্তাইন ফুটবল সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই আর্জেন্তিনার ফুটবল সংস্থাকে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে, মেসিদের ওই ম্যাচ বাতিল করে দিতে। এ বার আর্জেন্তিনার কোচ হর্হে সাম্পাওলিও এই ম্যাচ খেলতে যাওয়ার ব্যাপারে ঘুরিয়ে অনিচ্ছা প্রকাশ করেছেন।
ইজ়রায়েলের বিরুদ্ধে জেরুসালেমে ৯ জুন খেলার কথা আর্জেন্তিনার। সেটাই বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ। কিন্তু বিশ্বকাপের প্রস্তুতি লিয়োনেল মেসিরা নেবেন বার্সেলোনায়। হাইতির বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পরে সাম্পাওলি বলেছেন, ‘‘কোন দলের বিরুদ্ধে খেলতে হবে, কোথায় খেলতে হবে, এ সব আমি ঠিক করি না। কিন্তু যদি ফুটবলারদের দৃষ্টিকোণ দিয়ে ব্যাপারটা দেখেন, তা হলে বলব, বার্সেলোনাতেই আমাদের খেলা উচিত ছিল।’’ যে ভাবে ক্রীড়াসূচি হয়েছে, তা নিয়ে তিনি খুব একটা খুশি নন, তা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন মেসিদের কোচ।
ইজ়রায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে রাজনৈতিক সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করতে চাননি আর্জেন্তিনার কোচ। কিন্তু নিজেদের প্রস্তুতি সূচি নিয়ে বলেছেন, ‘‘আমাদের ম্যাচের আগের দিন ওখানে পৌঁছতে হবে। ম্যাচ খেলে সোজা রাশিয়া চলে যেতে হবে। এই সূচিটাই আর্জেন্তিনার ফুটবল সংস্থা আমাদের হাতে তুলে দিয়েছে। এই নিয়ে আমি আর কী বলব।’’ মেসিদের এই ম্যাচ নিয়ে ইজ়রায়েলে অবশ্য উত্তেজনা তুঙ্গে। মাত্র ২০ মিনিটের মধ্যে সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy