আন্তর্জাতিক নারী দিবসে বড় পদক্ষেপ নিল আইসিসি। মহিলাদের একদিনের বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ দুটিতেই দলের সংখ্যা বাড়াচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।
২০২৩ সাল থেকে মহিলা ক্রিকেটে আরও বেশি দেশকে সুযোগ দেওয়ার কথা ঠিক করেছে আইসিসি। তাদের কর্তা মনু সহানে বলেন, ‘‘মহিলাদের ক্রিকেট নিয়ে আমাদের পরিষ্কার পরিকল্পনা আছে। এগুলো দীর্ঘকালীন ভাবনা। মহিলাদের ক্রিকেটের সম্প্রচারের দিকে আমরা জোর দিচ্ছি।
গত চার বছর ধরে বাড়তি বিনিয়োগও করা হচ্ছে। তার ফলও হাতেনাতে পেয়েছি। ২০২০ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড দর্শক হয়েছিল। মেলবোর্নে ফাইনাল দেখতে হাজির ছিলেন ৮৬,১৭৪ জন। তাই আমরা ঠিক করেছি মহিলা ক্রিকেটে যাতে আরও বেশি করে দেশ আসে, তার জন্য আমরা উদ্যোগী হব।’’
২০২৫ সালে মহিলাদের বিশ্বকাপে ৮টি দল খেলবে, ২০২৯ সালে খেলবে ১০টি দল। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০২৪ সালে খেলবে ১০টি দল। তার পরের বার থেকে খেলবে ১২টি করে দল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy