আটলেটিকো দে কলকাতার সঙ্গে কি একই শহরের টিম হিসাবে মোহনবাগান-ইস্টবেঙ্গল খেলতে পারবে?
বুধবার গোয়ায় এএফসি প্রতিনিধি দলের সঙ্গে ফেডারেশনের যে টাস্ক ফোর্স মিটিং হয়েছে, তাতে কলকাতার দল হিসাবে তিন টিমের একসঙ্গে খেলার সম্ভাবনা হয়তো কমছে। সূত্রের খবর, এ দিনের বৈঠকে প্রস্তাবিত লিগে একটি শহর থেকে একটি টিমের-ই প্রতিনিধিত্ব করার ব্যাপারে আলোচনা হয় দীর্ঘক্ষণ। আর এই আলোচনার খবর বাইরে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এটাই যদি শেষ পর্যন্ত চূড়ান্ত হয়, তা হলে দুই প্রধানের হোম গ্রাউন্ড কোথায় হবে?
গত সপ্তাহেই এটিকের কর্ণধার সঞ্জীব গোয়েন্কা মন্তব্য করেছিলেন, ‘‘কলকাতা থেকে খেলবে শুধু এটিকে।’’ এ দিন যেন সে কথারই প্রতিধ্বনি শোনা গেল টাস্ক ফোর্সের বৈঠকে। যা শুনে এটিকে কর্তারা খুশি হলেও দুই প্রধানের কর্তারা কিছুটা হলেও ক্ষুব্ধ। মোহনবাগান অর্থসচিব দেবাশিস দত্ত বললেন, ‘‘আমাদের মধ্যে এর সমাধান সূত্র নিয়ে আলোচনা হয়েছে। তবে এখন কিছুই বলব না।’’ ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকারও বললেন, ‘‘ফিফা প্রেসিডেন্টই তো গোটা দেশে একটি লিগ করতে বলার পাশাপাশি দেশের জনপ্রিয় ক্লাবগুলোকে তাতে শামিল করার কথা বলেছেন। এএফসিও নিশ্চয়ই জানে গোটা দেশে মোহনবাগান, ইস্টবেঙ্গলের জনপ্রিয়তার কথা। আমাদেরও সমাধানের রাস্তা জানা আছে। সময় মতো তা জানাব।’’
এ দিনের বৈঠকে এ ছাড়াও প্রস্তাবিত লিগে অবনমন থাকবে কি না বা ক’জন বিদেশিকে খেলানো যাবে তা নিয়েও আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে ফিফার সঙ্গে আলোচনার পর ফেডারেশনকে নিজেদের সিদ্ধান্তের কথা জানাবে এএফসি। বৈঠকের পর এএফসি-র মহাসচিব ডাটো’ উইন্ডসর জন বলেন, ‘‘ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা কিছু পরামর্শ দিয়েছি। কিন্তু লিগের গঠনতন্ত্র ঠিক করবে এআইএফএফ কর্মসমিতি।’’
ফেডারেশনের তরফে এ দিনের বৈঠকে নেতৃত্ব দেন ফেডারেশন সচিব কুশল দাস। তিনি পরে বললেনা, ‘‘এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে আরও আলোচনা করতে হবে। আলোচনা হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy