১৯৮৩ সালে ফেভারিট ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ১৮৩ রানের পুঁজি নিয়েও হাল-না-ছাড়া মানসিকতায় জয় ছিনিয়ে এনেছিল কপিলের দল। ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ থেমে গিয়েছিল ১৪০ রানে। লর্ডসে সৃষ্টি হয়েছিল ইতিহাস। যা পাল্টে দিয়েছিল ভারতে ক্রিকেটের গতিপথ। বিশ্বকাপজয়ী সেই দলের ক্রিকেটাররা এখন কে কোথায়, দেখে নেওয়া যাক।
সুনীল গাওস্কর: ফাইনালে মাত্র ২ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। টেস্টে সর্বকালের সেরা ব্যাটসম্যানদের তালিকায় উপরের দিকেই থাকবেন লিটল মাস্টার। টেস্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের গণ্ডি পার করেছিলেন তিনি। তাঁর ৩৪ সেঞ্চুরিও একসময় ছিল রেকর্ড। অবসরের পর ধারাভাষ্যে মন দিয়েছেন তিনি। এখন রীতিমতো জনপ্রিয় ধারাভাষ্যকার তিনি। মাঝে বোর্ডের প্রশাসনিক দায়িত্বও সামলেছেন।