Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Neeraj Chopra

বিশ্ব অ্যাথলেটিক্সেও ভারত-পাক লড়াই! কখন, কোথায় দেখা যাবে নীরজদের ফাইনাল?

জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে নীরজ ছাড়াও আছেন ভারতের দুই প্রতিযোগী। বিশ্বসেরা হওয়ার ক্ষেত্রে টোকিয়ো অলিম্পিক্সের সোনাজয়ীর প্রধান প্রতিপক্ষ হতে পারেন পাকিস্তানের আরশাদ।

picture of Neeraj Chopra

নীরজ চোপড়া। ছবি: টুইটার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৩ ১৩:২৬
Share: Save:

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে উঠেছেন নীরজ চোপড়া। গত বারের রুপোজয়ী নীরজ এ বারও সোনা জয়ের অন্যতম দাবিদার। পদকের লড়াইয়ে রয়েছেন আরও দুই ভারতীয় প্রতিযোগী ডিপি মানু এবং কিশোর জেনা। স্বাভাবিক ভাবেই রবিবার রাতে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের নজর থাকবে হাঙ্গেরির বুদাপেস্টের দিকে। তাঁদের আগ্রহ আরও বাড়িয়ে ভারত-পাকিস্তান লড়াইয়ের আবহ।

ভারতীয় সময় অনুযায়ী রবিবার রাত ১১.৪৫ মিনিটে শুরু হবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পুরুষদের জ্যাভলিন ফাইনাল। নীরজ, মানু, জেনাদের লড়াই সরাসরি দেখা যাবে এ দেশেও। সে জন্য কোনও খরচ হবে না ক্রীড়াপ্রেমীদের। মোবাইল ফোনের ‘জিয়ো সিনেমা’ অ্যাপে সরাসরি দেখা যাবে জ্যাভলিন ফাইনাল। যে ভাবে ফুটবল বিশ্বকাপ দেখা গিয়েছিল, ঠিক সে ভাবেই দেখা যাবে নীরজ-সহ তিন ভারতীয় অ্যাথলিটের পদকের লড়াই।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিততে পারলে প্রথম ভারতীয় হিসাবে নজির গড়বেন নীরজ। আবার যে কোনও পদক পেলেই প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে বিশ্ব অ্যাথলেটিক্সে একাধিক বার পদক জয়ের নজির গড়বেন ২৫ বছরের জ্যাভলার। উল্লেখ্য, গত শুক্রবার যোগ্যতা অর্জন পর্বের প্রথম প্রচেষ্টায় ৮৮.৭৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে ফাইনালে উঠেছিলেন নীরজ। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সের টিকিট নিশ্চিত করেছিলেন।

সোনা জয়ের ক্ষেত্রে নীরজের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আরশাদ নাদিম এবং চেক প্রজাতন্ত্রের জ্যাকুব ভালদেচ। হিটে আরশাদ ৮৬.৭৯ মিটার এবং ভালদেচ ৮৩.৫০ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন। আরশাদ গত কমনওয়েলথ গেমসে ৯০ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছিলেন। ফলে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াইয়ের উত্তাপ পাবেন ক্রীড়াপ্রেমীরা।

অন্য বিষয়গুলি:

Neeraj Chopra World Athletics Championships Javelin
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE