মোদীকে ধন্যবাদ জানালেন ভিভ।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলিতে দফায় দফায় করোনা টিকা পাঠিয়েছে ভারত। এই কাজের জন্য সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। সেই তালিকায় ভিভ রিচার্ডস, রিচি রিচার্ডসন, জিমি অ্যাডামস এবং রামনরেশ সারওয়ানরা রয়েছেন।
‘ভ্যাকসিন মৈত্রী’ উদ্যোগের অংশ হিসেবে চলতি মাসেই অ্যান্টিগা এবং বারবুডাতে ১ লক্ষ ৭৫ হাজার টিকা পাঠিয়েছে ভারত। এক ভিডিয়ো বার্তায় ভিভ বলেছেন, “টিকা দিয়ে আমাদের দেশকে যে ভাবে সাহায্য করেছেন তার জন্য ভারতকে অনেক ধন্যবাদ। সমস্ত অ্যান্টিগা এবং বারবুডাবাসীর তরফ থেকে ধন্যবাদ। ভবিষ্যতে এ ভাবেই হার্দিক সম্পর্ক রেখে যেতে চাই আমরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের হাই কমিশনকে অনেক ধন্যবাদ।”
ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক রিচার্ডসন বলেছেন, “টিকা পাঠিয়ে মানবিকতার নতুন নজির তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা আপনার এবং ভারতের প্রতি কৃতজ্ঞ।”
West Indies cricketing greats @ivivianrichards @RichieRich2000 #jimmyadams #ramnareshsarwan thank #India @PMOIndia @narendramodi for donation of #MadeInIndia @SerumInstIndia #CovishieldVaccine to #Antigua #Guyana @CARICOMorg @AntiguaOpm @OPTGY @MEAIndia @DrSJaishankar @drkjsrini pic.twitter.com/olM3FItD0N
— India in Guyana (@IndiainGuyana) March 13, 2021
গায়ানা পেয়েছে ৮০ হাজার টিকা। এ ছাড়াও একই উদ্যোগের মাধ্যমে টিকা পেয়েছে জামাইকা, বার্বাডোজ, সেন্ট কিটস এবং নেভিস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy