ভারতীয় মহিলা ক্রিকেট দল। ছবি: রয়টার্স।
বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। টুর্নামেন্টে ভাল শুরু করেও হটাৎই মাঝ পথে খেই হারিয়ে ফেলে ভারতীয় মহিলা দল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ চারে জায়গা করে নেওয়া, ভারতের যাত্রাপথ ছিল চড়ম নাটকীয়তায় মোড়া।
দেখে নেওয়া যাক কোন পথে সেমিফাইনালে ভারত:
বিশ্বকাপের শুরু থেকেই মিতালি রাজদের পারফরম্যান্স ছিল নজর কাড়া। আয়োজক ইংল্যান্ড থেকে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান সকলকেই হেলায় হারিয়েছে ভারত। একটা সময় পরপর টানা চারটি ম্যাচ জিতে নিয়েছিল। স্মৃতি মন্দনার দাপুটে ব্যাট কার্যত দিশেহারা করে তুলেছিল ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মন্দনার সেঞ্চুরি এবং ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে ৯০ রানের ইনিংস ছিল দেখার মত।
ছন্দপতন:
পরের পর ম্যাচ জিতে একটা সময় আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল টিম ইন্ডিযা। হয়ত, আত্মতুষ্টিও এসে গিয়েছিল দলটির মধ্যে। টানা চার ম্যাচ জেতার পর হটাৎ করেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের মুখ দেখতে হয় ভারতকে। যে ব্যাটিং লাইনআপ ছিল ভারতের পরের পর জয়ের অন্যতম কাণ্ডারী, সেই ব্যাটিং লাইন আপই শেষ হয় যায় মাত্র ১৫৮ রানে। ১১৫ রানে আফ্রিকান দলটির কাছে হারতে হয় ভারতকে। এর পরের ম্যাচেও ঘটে একই ঘটনার পুনরাবৃত্তি। অজি ব্রিগেডের কাছে আট উইকেটে হারতে।
ফিরে আসা:
পর পর দু’ম্যাচ হারায় কার্যত প্রশ্ন উঠে যায় মিতালি রাজ এন্ড কোং-এর শেষ চারে জায়গা করে নেওয়া নিয়ে। এই পরিস্থিতিতে সেমিফাইনালে জায়গা পাকা করতে হলে শেষ ম্যাচে ভারতকে হারাতে হত নিউজিল্যান্ডকে। রাজেশ্বরী গায়কোয়াড়দের দুরন্ত বোলিংয়ে অবশেষে শেষ চারে জায়গা পাকা করে নেয় ভারত।
আরও পড়ুন: রবি শাস্ত্রীর বোলিং কোচ ভরত অরুণই
সেমি ফাইনালে ভারতের ভাগ্য যাদের উপর নির্ভর করবে:
· মিতালি রাজ: ভারতীয় মহিলা দলের অন্যতম কাণ্ডারী অধিনায়ক মিতালি রাজ। মিতালির দক্ষতা এবং চাপের মুখে মাথা ঠান্ডা রাখার দলকে এগিয়ে নিয়ে যাওয়া দলের সব থেকে বড় শক্তি।
· স্মৃতি মন্দনা: এই বাঁ হাতির ব্যাটেই অনেকটা নির্ভর করবে ভারতের সেমিফাইনালের ভাগ্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি শতরানও আছে মন্দনার।
· ঝুলন গোস্বামী: সেমিফাইনালে ভারতের অন্যতম বাজি হতে চলেছেন প্রাক্তন জাতীয় অধিনায়ক ঝুলন। ঝুলনের অভিজ্ঞতার জন্য এই ম্যাচে কিছুটা অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়ার।
· রাজেশ্বরী গায়কোয়াড়: ভারতের বিশ্বকাপ সেমি ফাইনালে পৌছনোর নেপথ্যে মূল কাণ্ডারী রাজেশ্বরী। তাঁর ভেল্কির উপর নির্ভর করেই শেষ চারে জায়গা করে নেয় ভারত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy