বিমান সংস্থার তরফে যথেষ্ট তৎপরতা না থাকায় অসন্তুষ্ট আক্রম। —ফাইল চিত্র।
পারিবারিক সূত্রে পাওয়া ঘড়ি ফ্লাইটে হারিয়ে যাওয়ায় বিমান পরিবহণ সংস্থার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করলেন প্রাক্তন পাক অলরাউন্ডার ওয়াসিম আক্রম। দিন দু’য়েক আগে এমিরেটসের করাচি থেকে দুবাইগামী বিমানে উঠেছিলেন তিনি। তখনই এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন আক্রম।
সোশ্যাল মিডিয়ায় আক্রম জানিয়েছেন, কোন ফ্লাইটে ঘড়ি হারিয়েছেন তিনি। তাঁর সিট নম্বর কত ছিল, তাও জানিয়েছেন তিনি। টুইটে বিমান সংস্থাকে তাঁর সঙ্গে দ্রুত যোগাযোগ করতে বলেছেন আক্রম। এমিরেটসের তরফে যে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে না, সেটাও সাফ জানিয়েছেন তিনি। একইসঙ্গে মনে করিয়ে দিয়েছেন যে, এটা সাধারণ কোনও ঘড়ি নয়, বরং এটা উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছেন।
আক্রমের টুইটের জবাবে দ্রুত পাল্টা টুইট করে বিমান সংস্থা। জানতে চাওয়া হয় তাঁর বিমানের আসন-সহ যাবতীয় তথ্য। দিতে বলা হয় ইমেল অ্যাড্রেসও। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে টুইটারে নানা রকমের প্রতিক্রিয়া মিলেছে। কেউ বলেছেন, ওই ঘড়ি আরও যত্নে উচিত ছিল তাঁর। কেউ লিখেছেন, এত চিন্তার কিছু নেই, একটা গ্যাজেটই তো হারিয়েছে, প্রাণ তো আর যায়নি। মিলেছে একাধিক উপদেশও। মানুষের জন্য কিছু করে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আক্রমকে। বলা হয়েছে, “আপনার ঘড়ির কথা কেউ মনে রাখবে না, আপনার কাজটাই লোকের মনে থাকবে।”
Hi Wasim, please DM us the description of the watch along with your flight details and email address. We'll check on this with our Lost and Found Team and let you know. Thanks.
— Emirates Support (@EmiratesSupport) January 8, 2020
I admire you as a cricketer like millions, but you do have a sense of entitlement, a need to be treated like a king! Take it easy mate, we all have lost watches all over the world!
— Muhammad Waqas Fazal (@afshb) January 8, 2020
Dear Taem Emirates,
— Abdul Nabi Qamar 🇵🇰 (@qamer041) January 8, 2020
I think he have written enough information there about his watch and flight. Anyhow if you are required any more info then why you not contact him directly. His mobile or email ID etc will be available in his tikect booking details. 🙄🙏
Dear @emirates Our hero deserves to be treated like a hero. Please help @wasimakramlive to get back his watch. https://t.co/cvQFNYuNpd
— 🇨🇦⭕utL🅰️Wz (@abidbutt) January 8, 2020
So it Means Wasim Akram is so much careless and irresponsible that he lost his FAMILY HEIRLOOM watch.
— FlyBoy (@FlyBoy0926) January 8, 2020
How come you lost your watch and instead of mentioning here he should know that their is Emirates lost and found section, call them and check. If you lost your watch that is your responsibility not @emirates . Oh good how people use social media.
— Jawad Ali Khan (@jawad_alikhan) January 8, 2020
"..I do not feel enough has been done"
— BiLal MasuD (@Bilalmsd07) January 8, 2020
Plane lands. Gets cleaned. Flys somewhere else. Lands. Gets cleaned. Repeat.
What exactly would you like them to do? You lost your watch. Not them. Posting it like this on twitter looks like a cringeworthy flex that won't acheive a thing.
Boss Forget This Watch And Purchase New Watch
— حسیب خان🇵🇰 (@IAmHaseebKHI) January 8, 2020
Don’t worry you have lost one gadget; not your life. Nothing you or me carry after death.
— Vilas N. Pasannavar (@VilasPasannavar) January 8, 2020
Do some good things to the mankind. Your watch will not be remembered, but definitely your work.
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy