২০০৬ সালে লাহৌরে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্রাবিড়-সহবাগ ওপেনিংয়ে ৪১০ রান তুলেছিলেন।
মজার মজার টুইটের জন্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো জনপ্রিয় বীরেন্দ্র সহবাগ। শুক্রবার রাহুল দ্রাবিড়ের ৪৭তম জন্মদিনেও মজার টুইট করলেন সহবাগ। যা সাড়া ফেলেছে ক্রিকেটমহলে।
সহবাগ লিখেছেন, “আমি ভাবতাম পেষাই করা একমাত্র রান্নাঘরে থাকা মিক্সার গ্রাইন্ডারেই ঘটে। কিন্তু দ্রাবিড় শিখিয়েছে যে, পেষাই ক্রিকেট পিচেও হতে পারে। ‘দ্য ওয়াল’ সঙ্গে থাকলে এটা সম্ভব। হ্যাপি বার্থডে রাহুল দ্রাবিড়।” যে ভাবে মিক্সার গ্রাইন্ডারের সঙ্গে দ্রাবিড়ের তুলনা টেনেছেন সহবাগ, তা সাড়া ফেলেছে নেটদুনিয়ায়।
রাহুল দ্রাবিড়ের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে মেতে উঠেছে ক্রিকেটদুনিয়া। ১৯৯৬ সালে লর্ডসে টেস্টে অভিষেক ঘটিয়েছিলেন দ্রাবিড়। লম্বা কেরিয়ারে খেলেছেন ১৬৪ টেস্ট, ৩৩৪ ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি। এখনও পর্যন্ত সচিন তেন্ডুলকরের পর দ্রাবিড়ই একমাত্র ভারতীয় যাঁর টেস্ট এবং ওয়ানডে, দুই ফরম্যাটেই ১০,০০০ রান রয়েছে। ক্রিকেটজীবনে ‘দ্য ওয়াল’ ছাড়াও ‘মিস্টার ডিপেন্ডেবল’ নামেও ডাকা হত তাঁকে।
From my understanding, I thought grinding only happens in the kitchen in the Mixer Grinder, but Dravid taught one can grind on the cricket pitch as well. We had it All when we had the Wall !#HappyBirthdayRahulDravid pic.twitter.com/eUVkpTtF8n
— Virender Sehwag (@virendersehwag) January 11, 2020
দ্রাবিড়ের জন্মদিনে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে এক ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যাতে ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে তাঁর ১৫৩ রানের ইনিংসের ঝলক রয়েছে। ৫০ ওভারের ফরম্যাটে এটাই দ্রাবিড়ের সর্বোচ্চ স্কোর। টেস্টে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড তাঁরই দখলে। তিনি খেলেছেন ৩১ হাজার ২৫৮ বল।
Wishing The Wall - Rahul Dravid a very Happy Birthday. His exploits in Test cricket are well known but we thought we would relive one of his knocks in ODIs against New Zealand.
— BCCI (@BCCI) January 11, 2020
#HappyBirthdayRahulDravid 🎂🎂 pic.twitter.com/psUsTPw8Xt
👉 Scored over 10,000 runs in both Tests and ODIs
— ICC (@ICC) January 11, 2020
👉 Faced more Test deliveries than any other batsman
👉 Only player to be involved in two 300-plus ODI partnerships
👉 48 international centuries
Happy birthday, Rahul Dravid 🎂
🗯️ What are your favourite memories of 'The Wall'? pic.twitter.com/m3tvtNA3g6
Wishing my good friend Rahul Dravid a very special birthday and a wonderful year filled with love,happiness and prosperity. pic.twitter.com/0zx7cmi5S1
— VVS Laxman (@VVSLaxman281) January 11, 2020
Wishing #RahulDravid a very Happy Birthday! An inspiration for many..! Have a wonderful year ahead! #TheWall #HappyBirthdayRahulDravid pic.twitter.com/hGz7wzxftG
— Wriddhiman Saha (@Wriddhipops) January 11, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy