—ফাইল চিত্র
জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন সুনীল ছেত্রী। তার মাঝেই এল বিরাট কোহলীর বার্তা। ভারতের প্রাক্তন অধিনায়ক জন্মদিনে তাঁর বন্ধুকে বয়স কমে যাওয়ার কথা বললেন! কী লিখলেন বিরাট?
টুইট করে বিরাট লেখেন, ‘মূল্যবোধ এবং সহানুভূতিতে পূর্ণ এক জন সৎ পরিশ্রমী মানুষ। এমন এক জন মানুষ যাকে আমি সত্যিকারের বন্ধু বলে মনে করি। আমাদের বন্ধুত্ব নিয়ে গর্বিত অধিনায়ক। তোমাকে সব সময় শুভেচ্ছা জানাই। তোমার এক বছর বয়স কমে গিয়েছে বলে শুভেচ্ছা জানাই। তোমার জীবন ইতিবাচক হয়ে উঠুক। শুভ জন্মদিন সুনীল ছেত্রী।’
Champ, I appreciate the kind words. The feeling about our friendship is mutual, and I too, am very grateful that our paths crossed the way they did. 🙏
— Sunil Chhetri (@chetrisunil11) August 3, 2022
বিরাটকে উত্তরও দেন ভারতের ফুটবল অধিনায়ক সুনীল। তিনি লেখেন, ‘চ্যাম্প, তোমার বার্তা পেয়ে আমি আপ্লুত। তুমি বন্ধুত্ব নিয়ে যা ভাব আমিও তাই ভাবি। আমি খুব খুশি যে আমাদের দেখা হয়েছিল।’ বুধবার ৩৮ বছর বয়সে পা রাখলেন সুনীল। ভারতের ফুটবল দলকে এখনও নেতৃত্ব দিচ্ছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy