Advertisement
২৩ নভেম্বর ২০২৪
Virat Kohli

ধোনিকে টপকে গেলেন, বেঙ্গালুরুতে আরও রেকর্ড গড়লেন বিরাট কোহালি

২৮৭ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৯১ বলে কোহালি করেন ৮৯ রান। যা ‘চেজমাস্টার’ তকমাকেই আরও জোরদার করল। তা ছাড়া তিন ফরম্যাট মিলিয়ে ভারতীয় অধিনায়কদের মধ্যে মোট রানে তিনিই এখন শীর্ষে।

দুরন্ত কোহালি। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে। ছবি: পিটিআই।

দুরন্ত কোহালি। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২০ ১০:১৯
Share: Save:

নিত্যনতুন রেকর্ড গড়া অভ্যাসে পরিণত করে ফেলেছেন বিরাট কোহালি। রবিবার বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের নির্ণায়ক একদিনের ম্যাচেও তাই ঘটল। সাত উইকেটে জিতে ওয়ানডে সিরিজ ২-১ ফলে দখল করার পাশাপাশি ভারত অধিনায়ক ব্যাট হাতেও করলেন নানা রেকর্ড।

২৮৭ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৯১ বলে কোহালি করেন ৮৯ রান। যা ‘চেজমাস্টার’ তকমাকেই আরও জোরদার করল। তা ছাড়া তিন ফরম্যাট মিলিয়ে ভারতীয় অধিনায়কদের মধ্যে মোট রানে তিনিই এখন শীর্ষে। রবিবার তিনি টপকে গেলেন মহেন্দ্র সিংহ ধোনিকে। ক্যাপ্টেন থাকাকালীন তিন ফরম্যাট মিলিয়ে ৩৩০ ইনিংসে ধোনির ব্যাটে এসেছিল ১১২০৭ রান। ১৯৯ ইনিংসে সেটাকেই টপকে গেলেন বিরাট (১১২০৮ রান)। এই তালিকায় তিনে রয়েছেন মহম্মদ আজহারউদ্দিন (২৩০ ইনিংসে ৮০৯৫ রান), চারে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (২১৭ ইনিংসে ৭৬৪৩ রান)।

সার্বিক ভাবে একদিনের ক্রিকেটে ১১,৭৯২ রান করেছেন কোহালি। টেস্টে করেছেন ৭২০২ রান। টি-টোয়েন্টিতে করেছেন ২৬৮৯ রান। ধোনির হাত থেকে নেতৃত্বের ব্যাটন পাওয়ার পর সব ফরম্যাটেই অবিশ্বাস্য ছন্দে ব্যাট করছেন কোহালি। রবিবার একদিনের ক্রিকেটে ‘ফিফটি প্লাস’ ইনিংসের ক্ষেত্রে সেঞ্চুরি করেছেন তিনি। ৫০ ওভারের ক্রিকেটে তাঁর ৪৩ শতরান রয়েছে। এর সঙ্গে বেঙ্গালুরুতে ৫৭তম হাফ-সেঞ্চুরি করলেন তিনি। দুই মিলিয়ে এই ফরম্যাটে পঞ্চাশের বেশি রান করার ক্ষেত্রে একশো ইনিংস হয়ে গেল তাঁর। রবিবার ৪৪তম সেঞ্চুরিও করে ফেলতে পারতেন। কিন্তু থেমে গেলেন ১১ রান আগে।

আরও পড়ুন: প্রাপ্তি ‘অলরাউন্ডার’ রাহুল, ভুলব না শামির ডেলিভারিটা

একদিনের ক্রিকেটে ‘ফিফটি প্লাস’ ইনিংসের ক্ষেত্রে এক নম্বরে রয়েছেন কুমার সঙ্গাকারা (১৪৫)। রিকি পন্টিং (১১২) ও জাক কালিস (১০৩) রয়েছেন পর পর। কালিসের পরই এখন কোহালি। যে ভাবে খেলছেন, তাতে দ্রুত টপকে যাওয়া উচিত প্রোটিয়া অলরাউন্ডারকে।

রবিবার বেঙ্গালুরুতে অধিনায়ক হিসেবে একদিনের ক্রিকেটে দ্রুততম ৫০০০ রানে পৌঁছনোর রেকর্ডও গড়লেন কোহালি। তিনি নিলেন ৮২ ইনিংস। কোহালি ভাঙলেন ধোনিরই রেকর্ড। এমএসডি নিয়েছিলেন ১২৭ ইনিংস। ধোনির পরে ছিলেন রিকি পন্টিং (১৩১ ইনিংস), গ্রেম স্মিথ (১৩৫ ইনিংস), সৌরভ গঙ্গোপাধ্যায় (১৩৬ ইনিংস)। এঁদের সবার চেয়ে অনেক কম ইনিংসে অধিনায়ক হিসেবে একদিনের ক্রিকেটে ৫০০০ রানে পৌঁছে গেলেন কোহালি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy