Advertisement
০৫ নভেম্বর ২০২৪
India

কোহালির ভারত ইতিবাচক মানসিকতা নিয়েই নামবে অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে

প্রথম ইনিংসে মহম্মদ সামি, যশপ্রীত বুমরা, নবদীপ সাইনিরা সফল হলেও দ্বিতীয় ইনিংসে উইকেট সহজ হয়ে যাওয়ায় ভারতীয় বোলাররা সেভাবে দাগ কাটতে পারেননি।

উইকেট নেওয়ার পরে সামিকে ঘিরে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেটাররা। ছবি-টুইটার।

উইকেট নেওয়ার পরে সামিকে ঘিরে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেটাররা। ছবি-টুইটার।

নিজস্ব প্রতিবেদন
সিডনি শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ১৭:২৯
Share: Save:

প্রথম ইনিংসে মাত্র ১৯৪ রানে সবাই আউট হয়ে গিয়েও প্রথম টেস্টে যথেষ্ট ইতিবাচক মানসিকতা নিয়ে নামতে পারবে ভারত। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারতের দিন-রাতের প্রস্তুতি ম্যাচ ড্র হয়ে গেল।

দ্বিতীয় দিনের ৪ উইকেটে ৩৮৬ রানেই দ্বিতীয় ইনিংস ছেড়ে দেয় ভারত। অস্ট্রেলিয়া এ দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৩০৭ রান তোলে।

প্রথম ইনিংসে মহম্মদ সামি, যশপ্রীত বুমরা, নবদীপ সাইনিরা সফল হলেও দ্বিতীয় ইনিংসে উইকেট সহজ হয়ে যাওয়ায় ভারতীয় বোলাররা সেভাবে দাগ কাটতে পারেননি। তবে সামি এবং মহম্মদ সিরাজ শুরুটা ভাল করেন। ১২ ওভারের মধ্যে তাঁরা তুলে নেন মার্কাস হ্যারিস, জো বার্নস এবং নিক ম্যাডিনসনের উইকেট। পঞ্চম ওভারে সামি ফেরান হ্যারিসকে (৫)। চার ওভার পরে আবার আঘাত হানেন সামি। ফেরান বার্নসকে (১)। দ্বাদশ ওভারে ম্যাডিনসনকে (১৪) ফেরান সিরাজ।

আরও পড়ুন: শেষকৃত্যের সময় পাওলো রোসির বাড়ির তালা ভেঙে বড় ডাকাতি​

এরপর চতুর্থ উইকেটে ১১৭ রান যোগ করেন বেন ম্যাকডারমট ও অ্যালেক্স ক্যারে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার ক্রেগ ম্যাকডারমটের ছেলে বেন ১০৭ রানে অপরাজিত থাকেন। ক্যারে ৫৮ রান করেন। তাঁকে ফেরান হনুমা বিহারি। ক্যারে আউট হওয়ার পর নামেন জ্যাক ওয়াইল্ডারমুথ। তিনি ১১১ রানে অপরাজিত থাকেন। ম্যাকডারমট ও ওয়াইল্ডারমুথ অবিচ্ছিন্ন প়ঞ্চম উইকেটে ১৬৫ রান যোগ করেন।

১৭ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে দিন-রাতের ম্যাচ দিয়ে সিরিজ শুরু করছেন বিরাট কোহালিরা।

অন্য বিষয়গুলি:

India Australia A Pink Ball Test
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE