বিরাট ফের দেখালেন, রান তাড়া করায় তাঁর মুন্সিয়ানা কতটা। ছবি: বিসিসিআই।
‘কিং’ কোহালির মুকুটে নতুন পালক। রবিবার কটকের বরাবাটি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক একদিনের ম্যাচে ম্যাচ জেতানো ইনিংস খেলার পাশাপাশি আরও এক নজির গড়লেন ৩১ বছর বয়সি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১৬ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের চার উইকেটে জয় বিরাট কোহালিই নিলেন প্রধান ভূমিকা। তাঁর ৮১ বলে ৮৫ রানের ইনিংস গড়ে দিল তফাত। একইসঙ্গে জেতাল সিরিজ। এ দিনের ইনিংসের ফলে ২০১৯ সালে তিন ফরম্যাট মিলিয়ে কোহালির ব্যাট থেকে এল ২৪৫৫ রান। এই ক্যালেন্ডার বর্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাঁরই। তালিকায় দুইয়ে আছেন রোহিত শর্মা। এই বছরে তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ব্যাটে এসেছে ২৪৪২ রান।
পাশাপাশি, একদিনের ক্রিকেটে মোট রানের বিচারে দক্ষিণ আফ্রিকার জাক কালিসকে টপকে গেলেন তিনি। প্রোটিয়াদের হয়ে ৩১৪ ম্যাচে ১১৫৭৯ রান করেছিলেন কালিস। তাঁকে পেরিয়ে গিয়ে কোহালি এখন দাঁড়িয়ে আছেন ১১৬০৯ রানে। কটক ছিল তাঁর কেরিয়ারের ২৪২তম ম্যাচ। ভারত অধিনায়কের সামনে এখন সচিন তেন্ডুলকর (১৮৩২৬ রান), কুমার সঙ্গাকারা (১৪২৩৪ রান), রিকি পন্টিং (১৩৭০৪ রান), সনৎ জয়সূর্য (১৩৪৩০ রান), মাহেলা জয়বর্ধনে (১২৬৫০ রান), ইনজামাম-উল-হক (১১৭৩৯ রান)। কোহালি এখন দাঁড়িয়ে আছেন সাতে। সচিনের থেকে ৬,৭১৭ রানে পিছিয়ে রয়েছেন তিনি।
Virat Kohli moves past Kallis on the all-time ODI run-getters list
— ESPNcricinfo (@ESPNcricinfo) December 22, 2019
How high on this list would he end up when he's done?https://t.co/dx1iUY5cvV pic.twitter.com/evrFe4viJZ
Virat Kohli in International cricket this decade:
— Abhi (@fakeacc_18) December 22, 2019
Most Runs-20960
Most 100s-69
Most 50s-98
Best average-57.58, min 2k runs
Most MOTMs-55
Most MOTSs-15
ICC TOURNAMENTS:
Most runs-2241
Best average-62.25
Most 50+s-21
Most MOTMs-7
Most MOTTs-2
Most KNOCKOUT RUNS-513
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy